আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পথচলা শুরু

আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের পথচলা শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এই বিশেষায়িত ইউনিটের উদ্বোধন করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। সোমবার (২৩ ডিসেম্বর) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন চেয়ারম্যান। উদ্বোধন শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে এনবিআর সদস্য, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল এর মহাপরিচালকসহ আয়কর বিভাগ ও ডাক অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় চেয়ারম্যান জাতীয় রাজস্ব আদায়ে আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
Income Tax Unit 1
এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) জি এম আবুল কালাম কায়কোবাদ তার বক্তব্যে সকল কার্যক্রমে মেধা ও সততার প্রতি গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটের কর কমিশনার মোহাম্মদ আবদুর রকিব দেশের স্বার্থে ও জাতীয় রাজস্ব আদায়ে সর্বাত্মক কার্যক্রম গ্রহণের দৃঢ় সংকল্প জ্ঞাপন করেন।
itiiu logo wtsap
উল্লেখ্য, আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট একটি বিশেষায়িত ইউনিট, যা এনবিআরের অধীনে পরিচালিত হয়। আয়কর ফাঁকি উদঘাটন ও আয়কর ফাঁকি রোধে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করাই এর মূল উদ্দেশ্য।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!