আবারও লঘুচাপের আভাস, ভারী বৃষ্টির শঙ্কা

চলতি মাসের ২৪ তারিখের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। রোববার (২০ জুলাই) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, সম্ভাব্য লঘুচাপের প্রভাবে আগামী ২-৩ দিন বৃষ্টিপাত হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে হতে পারে ভারী থেকে অতিভারী বর্ষণ। লঘুচাপ তৈরির আগে দেশের বিভিন্ন স্থানে কোথাও কম, কোথাও বেশি বৃষ্টি হতে পারে। এ সময় আবহাওয়া ভ্যাপসা গরম থাকতে পারে।

ওমর ফারুক জানান, আজ রোববার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আজ খুলনা ও বরিশাল বিভাগের দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দেশের অন্যান্য এলাকায় তা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রাও সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী সোমবার ও মঙ্গলবার ঢাকায় বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কম থাকতে পারে, তবে এ সময়ে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!