বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন অর্থনৈতিক পদক্ষেপ এবং অর্থনীতি নিয়ে যারা ক্রমাগত সমালোচনা করছেন, তাদের উদ্দেশ্যে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দীন আহমেদ অর্থনীতির যেসব ভালো দিকগুলো আছে সেগুলো তুলে ধরা অনুরোধ জানিয়েছেন। তিনি বলেন, ‘আপনারা কেবল গ্লাসের খালি টা না দেখে যে ভরা অর্ধেক আছে, সেটাও দেখুন। আপনারা কি অর্থনীতির ভালো কিছুই দেখেন না? দেখতে হলে অন্তরদৃষ্টি লাগবে।’
সরকারের ভুল থাকতে পারে স্বীকার করে অর্থ উপদেষ্টা বলেন, সরকারের ভুল যে নাই তা নয়, সমালোচনা করার ক্ষেত্রে কোনো আপত্তি নেই। এতে সংশোধন করা যাবে। সোমবার (৪ আগস্ট) রাজধানীর আগারগাঁও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাল্টিপারপাস হলে সেমিনার ও ২০২৫-২৬ করবর্ষের ই-রিটার্ন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘আমরা অনেক ভুল করি, ঠিক আছে। তবে ভালো কাজগুলোকে এনকারেজ করলে ভালো লাগে। যা হোক আপনাদের স্বাধীনতা আছে আপনারা বলতে পারেন।’
অনুষ্ঠানে ২০২৫-২৬ কর বছরের ই-রিটার্নের উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। এ বিষয়ে তিনি বলেন, ডিজিটাইজেশনের ফলে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব হবে। এখন থেকে ব্যক্তিশ্রণির করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস বিষয়ে যেসব পরিবর্তন আনা হয়েছে তা সাংবাদিকদের অবহিত করতে আয়োজিত এই সেমিনারে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এর সভাপতি দৌলত আকতার মালা।
অনুষ্ঠানে সদস্য (কাস্টমস নীতি ও আইসিটি) মুবিনুল কবীর, সদস্য (কর নীতি) একেএম বদিউল আলম, সদস্য (মূসক নীতি) মো. আজিজুর রহমানসহ অন্যান্য, কমিশনার ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।