আনিসুল হক ও পরিবারের ১৪০ কোটি টাকা ফ্রিজ

সাবেক আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক, তার পরিবার এবং সহযোগীদের ২৭টি ব্যাংক অ্যাকাউন্টে থাকা ১৪০.১৭ কোটি টাকা অবরুদ্ধ করার (ফ্রিজ) নির্দেশ দিয়েছেন ঢাকার একটি আদালত।আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

দুদকের আবেদনে বলা হয়েছে, আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ, তিনি ২০১৪ সালের ১২ জানুয়ারি থেকে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর পর্যন্ত ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন। তিনি ২৯টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ৬৬৫.৬৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেন করেন এবং নিজের ও ঘনিষ্ঠজনদের নামে ১৪৬.১৯ কোটি টাকা জমা রাখেন।দুদক আরও জানায়, অবৈধভাবে অর্জিত এই সম্পদ হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা চলছে।

আবেদনে বলা হয়, অর্থ ফ্রিজ করা না হলে তা রাষ্ট্রের জন্য অপূরণীয় ক্ষতির কারণ হতে পারে, তাই সংশ্লিষ্ট ২৭টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা জরুরি।২০২৪ সালের ১৩ আগস্ট ঢাকার সদরঘাট এলাকা থেকে আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। তখন তিনি সালমান এফ রহমানের সঙ্গে জলপথে রাজধানী থেকে পালানোর চেষ্টা করছিলেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!