সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তরল সোনাযুক্ত পোশাক পরা এক ব্যক্তিকে আটক করা হয়েছে। কৌশলে সোনা চোরাকারবারের অভিযোগে শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তাকে আটক করা হয়। ওই পাচারকারীর পরনের প্যান্ট, আন্ডার গার্মেন্টসসহ আটটি পোশাকে পেস্ট আকারে আনা তরল সোনা ছিল।
সিলেট ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা জানিয়েছেন, কাপড়গুলো পুড়িয়ে সোনা জব্দ করা হয়েছে। সেখানে প্রায় ২ দশমিক ২ কেজি সোনা হবে বলে ধারণা করা হচ্ছে। আর আটক ব্যক্তির নাম আলীম উদ্দিন (৪০)। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের বাসিন্দা। আটক আলীম সিলেট কাস্টমসের হেফাজতে রয়েছেন।
কাস্টমস সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকাল সাড়ে ১০টায় দুবাই থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের বিজি-২৪৮ নম্বর ফ্লাইটে অভিযান চালিয়ে আলীম উদ্দিনকে আটক করে নিয়ে আসা হয়। পরে তার শরীর স্ক্যান করে ট্রাউজার ও আন্ডার গার্মেন্টসের ভেতরে পেস্ট আকারে আনা তরল সোনা ধরা পড়ে। তখন তিনি সোনা থাকার বিষয়ে স্বীকারোক্তি দেন। এ সময় আলীমের পরিহিত চারটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি শার্ট, প্যান্টসহ আটটি কাপড় জব্দ করা হয়। এগুলোর মধ্যে ভেতরের কাপড়গুলোতে সোনার প্রলেপ পাওয়া যায়। প্রাথমিকভাবে এই সোনার পরিমাণ প্রায় ২ দশমিক ২ কেজি। মূল্য আনুমানিক ৩ কোটি ১০ লাখ টাকা বলে জানিয়েছে সিলেট ভ্যাট কমিশনারেটের কর্মকর্তারা।
বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের সহকারী কমিশনার (অতিরিক্ত দায়িত্ব বিমানবন্দর ও এয়ারফ্রেইট বিভাগ) ইনজামাম উল হক। তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যক্তিকে আটক করে এনে স্ক্যান করে লিকুইড সোনা কাপড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। আমরা কাপড়গুলো পুড়িয়ে সোনা উদ্ধার করেছি। এই সোনা স্বর্ণকারের কাছে পাঠানো হয়েছে সবকিছু নিশ্চিতের জন্য। ধারণা করছি, এখানে প্রায় ২ দশমিক ২ কেজি সোনা হবে।’