ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস পালনের অংশ হিসেবে আগামী শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল ফোন গ্রাহক বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা পাবেন। অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গত বুধবার মোবাইল অপারেটরগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।
বিটিআরসির নির্দেশনা অনুসারে, শুক্রবার (১৮ জুলাই) দেশের সব মোবাইল অপারেটর তাদের গ্রাহকদের জন্য বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা চালু করেছে। এই ডেটার মেয়াদ নির্ধারণ করা হয়েছে পাঁচ দিন। অপারেটরগুলো ইতোমধ্যে এসএমএসের মাধ্যমে গ্রাহকদের এ সুবিধার বিষয়ে অবহিত করেছে।
যেভাবে পাবেন ফ্রি ইন্টারনেট
১ জিবি ফ্রি ইন্টারনেট ডেটা পেতে গ্রাহকদের নিজ নিজ মোবাইল অপারেটরের নির্ধারিত কোড ডায়াল করতে হবে।
গ্রামীণফোন: *১২১*১৮০৭#
বাংলালিংক: *১২১*১৮০৭#
রবি: *৪*১৮০৭#
টেলিটক: *১১১*১৮০৭#
উল্লেখ্য, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত বছরের ১৭ জুলাই রাতে মোবাইল ইন্টারনেট এবং ১৮ জুলাই রাতে ব্রডব্যান্ড সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছিল। ওই ঘটনার এক বছর পূর্তি এবং জুলাই গণ-অভ্যুত্থান দিবস স্মরণে গ্রাহকদের জন্য বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট ডেটা দেওয়ার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।