সারা দেশে বিশেষ চিরুনি অভিযান শুরু হচ্ছে, যার মাধ্যমে অপরাধী ও সন্ত্রাসীদের ধরার চেষ্টা করা হবে। রবিবার (১৩ জুলাই) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, সরকার জনশৃঙ্খলা ও জননিরাপত্তা বিঘ্নকারী যেকোনো কার্যক্রম কঠোর হাতে দমন করবে।
উপদেষ্টা জানান, খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা ও মাদক চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালাচ্ছে। পরিস্থিতি অনুযায়ী সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরার জন্য বিশেষ বা চিরুনি অভিযান শুরু করতে পারে। এই কার্যক্রমে সাধারণ জনগণসহ সকলের সহযোগিতা আবশ্যক। এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অভিযান আজ থেকেই শুরু হতে পারে।