আগের দামে সার কিনবেন কৃষকরা

কৃষকরা আগের দামে সার কিনতে পারবেন। প্রতি কেজি ইউরিয়া ২৭ টাকা, ডিএপি ২১ টাকা, টিএসপি ২৭ টাকা এবং এমওপি ২০ টাকায় পাওয়া যাবে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন এ বিষয়ে আজ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি না করার অনুরোধ জানানো হয়েছে। যদি কোনো ডিলার বেশি দামে সার বিক্রি করেন, তাহলে জেলা বা উপজেলা প্রশাসক, কৃষি কর্মকর্তা বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানাতে বলা হয়েছে। ডিলার পর্যায়ে ইউরিয়া ২৫ টাকা, ডিএপি ১৯ টাকা, টিএসপি ২৫ টাকা এবং এমওপি ১৮ টাকায় বিক্রি করা হবে।

২০২৩ সালের এপ্রিলে সারের দাম প্রতি কেজি ৫ টাকা করে বাড়ানো হয়েছিল। তখন কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল, চলমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে আন্তর্জাতিক বাজারে সারের মূল্যবৃদ্ধির কারণে আমদানি যৌক্তিক পর্যায়ে রাখা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিতে দাম পুনর্নির্ধারণ করা হয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ইউরিয়া সারের দাম ৪৮ টাকা, ডিএপি ৭০, টিএসপি ৫০, এবং এমওপি ৬০ টাকা। ৫ টাকা দাম বাড়ানোর পরও সরকারকে ইউরিয়ায় ২১ টাকা, ডিএপিতে ৪৯ টাকা, টিএসপিতে ২৩ টাকা এবং এমওপিতে ৪০ টাকা ভর্তুকি দিতে হবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!