আইন ও বিধি মেনে কাস্টমস কার্যক্রম সম্পাদনের নির্দেশ

পানগাঁও কাস্টম হাউসে চেয়ারম্যান

আইন ও বিধি মেনে চলে কার্যক্রম সম্পাদন করতে কাস্টমস কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মো. আবদুর রহমান খান। বৃহস্পতিবার (১০ জুলাই) রাজধানীর অদূরে পানগাঁও কাস্টম হাউস পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারী ও স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে তিনি পানগাঁও কাস্টমসের কনটেইনার ইয়ার্ডে কাস্টমস কায়িক পরীক্ষণ কার্যক্রম এবং অ্যাসেসমেন্ট রুমে অটোমেটেড পদ্ধতিতে কাস্টমস অ্যাসেসমেন্ট কার্যক্রম পর্যবেক্ষণ করেন। অ্যাসেসমেন্ট রুমে কর্মকর্তা-কর্মচারীদের সাথে দাপ্তরিক কার্যক্রম সম্পাদনের বিষয়ে খোঁজ খবর নেন। পরিদর্শন শেষে পানগাঁও কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের (বন্দর কর্তৃপক্ষ, আমদানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট) সাথে মতবিনিময় করেন। সভায় তিনি রাজস্ব আদায় কার্যক্রমসহ অন্যান্য দাপ্তরিক (যেমন-ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় দ্রুত পণ্য খালাসকরণ, নিবারণমূলক কার্যক্রম, আমদানি নীতি আদেশ প্রতিপালন, অটোমেশন, মামলা হ্রাসকরণসহ বকেয়া আদায়) কার্যক্রমে মনোযোগ দিতে বলেন। এ সময় তিনি নিলাম কার্যক্রম দ্রুত সম্পাদনের মাধ্যমে বন্দরে বিদ্যমান নিলাম ও ধ্বংসযোগ্য পণ্যের দ্রুত নিষ্পত্তির নির্দেশনা প্রদান করেন।

মতবিনিময় সভায় পানগাঁও কাস্টম হাউসের কমিশনার এ-চালানের মাধ্যমে ২৩ জুন হতে শতভাগ রাজস্ব সরকারি কোষাগারে জমা প্রদানের উল্লেখ করলে চেয়ারম্যান বিষয়টির প্রশংসা করেন। কাস্টম হাউসসমূহ ট্রেড ফ্যাসিলিটেশনের কেন্দ্র-বিন্দু বলে তিনি উল্লেখ করেন। একই সময়ে তিনি আধুনিক ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যমে আমদানি করা পণ্য দ্রুত খালাস করে বাণিজ্য সহজীকরণের নিদের্শনা প্রদান করেন। তিনি বলেন, রাষ্ট্রের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে পানগাঁও কাস্টম হাউসের কর্মকর্তা-কর্মচারীদের সর্বদা কাজে মগ্ন থাকতে হবে। এসময়ে তিনি দ্রুত মামলা নিষ্পত্তির জন্য নির্দেশনা প্রদান করেন। সমগ্র পৃথিবীতেই পোষ্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) এর মাধ্যমে খালাসকৃত পণ্যচালানের অডিট করা হয়। সে আলোকে তিনি পানগাঁও কাস্টম হাউসের পোষ্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) জোরদার করার নির্দেশ দেন।

চেয়ারম্যান আরও উল্লেখ করেন, রাজস্ব বিভাগ যেকোন দেশের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ বিভাগের একটি, যা ক্ষতিগ্রস্ত হলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষতি সাধিত হয়। সেজন্য এই কাস্টম হাউসের সকল কর্মকর্তা-কর্মচারীদের অপারেশনাল ইফিসিয়েন্সি বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, আধুনিক বিশ্বে উন্নত দেশসমূহের সাথে তাল মিলিয়ে চলার জন্য কার্যক্ষমতা বৃদ্ধির কোন বিকল্প নেই। তিনি পানগাঁও কাস্টম হাউসের সকলকে আইন ও বিধি মেনে চলে কার্যক্রম সম্পাদনের নির্দেশনা প্রদান করেন।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!