আইএমএফ ঋণের কিস্তির সিদ্ধান্ত আসতে পারে ৫ মে

এনবিআর চেয়ারম্যান

আইএমএফ-এর ঋণের কিস্তি অনুমোদনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি বলেন, এই সুযোগ এখনো শেষ হয়ে যায়নি। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাজধানীর পল্টনে এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘এগ্রিমেন্ট হয়নি, তবে সুযোগ এখনো শেষ হয়ে যায়নি।’

তিনি জানান, আগামী ৫ মে ওয়াশিংটনে আইএমএফ-এর স্টাফ লেভেল মিটিংয়ে ঋণের কিস্তি নিয়ে সিদ্ধান্ত আসতে পারে। এরপর ২৩ মে সংস্থাটির বোর্ড মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’ আমরা আশাবাদী, ঋণের কিস্তির বিষয়ে ভালো সিদ্ধান্ত আসবে,’ বলেন তিনি। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আইএমএফ-এর সঙ্গে কিছু বিষয়ে এখনও আলোচনা বা দরকষাকষি চলছে। বিশেষ করে বিনিময় হার উন্মুক্ত করার বিষয়ে মতবিরোধ রয়েছে।

‘ম্যাক্রোইকোনমিক পার্সপেক্টিভ অ্যান্ড ফিসকাল মেজারস’ শীর্ষক সেমিনারটি আয়োজন করে ইকনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) এবং ফরেন ইনভেস্টর্স চেম্বার অব কমার্স ইন বাংলাদেশ (ফিকি)।সেমিনারে আরও বক্তব্য দেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ-এর চেয়ারম্যান ড. এম মাশরুর রিয়াজ, ফিকি’র নির্বাহী পরিচালক টিআইএম নুরুল কবির, ইআরএফ-এর সভাপতি দৌলত আক্তার মালা এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!