অস্বাভাবিক লেনদেনের অভিযোগে সচিব, তদন্তে দুদক

এনআইডি তথ্য পাচার মামলার এক আসামিকে সচিব পদে নিয়োগ এবং অস্বাভাবিক ব্যাংক লেনদেনের অভিযোগ তদন্তে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (২২ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম। তিনি বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম এনআইডি তথ্য পাচার মামলার আসামিকে সচিব পদে নিয়োগ এবং শতকোটি টাকার অবৈধ চুক্তি ও অস্বাভাবিক ব্যাংকিং লেনদেনের অভিযোগের পিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

দুদক জানায়, অভিযানে এনফোর্সমেন্ট টিম ব্র্যাক ব্যাংক, এনআরবিসি ব্যাংক ও ডাচ-বাংলা ব্যাংকের তিনটি শাখায় গিয়ে অনুসন্ধান চালায়। এ সময় সংশ্লিষ্ট শাখা থেকে চেকের মালিকানা, হিসাবের লেনদেনের পরিমাণ ও স্থিতিসহ প্রয়োজনীয় রেকর্ড সংগ্রহ করা হয়। পাশাপাশি অভিযোগে উল্লেখিত অবৈধ ঘুষ লেনদেনের চুক্তিপত্রে থাকা ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র ও ঠিকানা যাচাইয়ের জন্য ব্যাংকগুলোর কাছে চাহিদাপত্র দেওয়া হয়।

অভিযোগ সংশ্লিষ্ট নথি সংগ্রহ ও পর্যালোচনা শেষে এনফোর্সমেন্ট টিম কমিশনের কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!