অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে ২০ জন প্রতিনিধি

এনবিআর আন্দোলন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চলমান সংকট নিয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনার জন্য ২০ সদস্যের একটি প্রতিনিধিদলের প্রাথমিক তালিকা তৈরি করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। আয়কর ও কাস্টমস বিভাগ থেকে ১০ জন করে সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে এই দলে। প্রস্তাবিত তালিকায় ঐক্য পরিষদের সভাপতি হাছান মুহম্মদ তারেক রিকাবদার, ভাইস প্রেসিডেন্ট মির্জা আশিক রানা এবং মহাসচিব সেহেলা সিদ্দিকার নাম রয়েছে।

আগামী মঙ্গলবার এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনো পর্যন্ত অর্থ মন্ত্রণালয় থেকে বৈঠক সংক্রান্ত কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি বলে জানিয়েছেন পরিষদের নেতারা। তাদের দাবি, আলোচনায় বসতে তারা প্রস্তুত, তবে বৈঠকে অংশ নিতে হলে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করা প্রয়োজন।

উল্লেখ্য, এনবিআর চেয়ারম্যানের অপসারণ দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন)ও এই কর্মসূচি চলবে। আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচি চলাকালে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া এনবিআরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!