অর্থ উপদেষ্টার সঙ্গে বিকালে বসছে ঐক্য পরিষদ

এনবিআরের অচলাবস্থা নিরসনে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে আলোচনায় বসছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার (২৯ জুন) বিকেল চারটায় সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হবে। রোববার দুপুরে ঐক্য পরিষদ এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সভায় অংশগ্রহণ করতে আয়কর বিভাগের ১০ জন ও কাস্টমস বিভাগের ১০ জন কর্মকর্তা-কর্মচারীর তালিকা প্রস্তুত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। আয়কর বিভাগের ১০ জন কর্মকর্তা-কর্মচারী হলো-মির্জা আশিক রানা, সেহেলা সিদ্দিকা, মুরাদ আহমেদ, মোর্শেদ উদ্দিন খান, মোনালিসা শাহরীন সুস্মিতা, মোহাম্মদ মনিরুজ্জামান, মো. আসাদুজ্জামান, শাহ মোহাম্মদ ফজলে এলাহী, মো. আবদুল্লাহ ইউসুফ, লোকমান আহমেদ। বিকল্প হিসেবে রাখা হয়েছে ইমাম তৌহিদ হাসান শাকিল।

কাস্টমস বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা হলেন-হাছান মুহম্মদ তারেক রিকাবদার, আ আ ম আমীমুল ইহসান খান, সিফাত-ই-মরিয়ম, মোহাম্মদ শহীদুল ইসলাম, ব্যারিস্টার বদরুজ্জামান মুন্সী, নিপুন চাকমা, মো. শফিউল বসর, তানভীর আহমেদ, মো. আবু হানিফ সবুজ, মো. সালেক খান। বিকল্প হিসেবে রাখা হয়েছে তারেক হাসান।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!