** বুধবার সকাল ৯টা থেকে কর্মসূচি ঘোষণা পর্যন্ত অবস্থান কর্মসূচি
** এনবিআর ও এনবিআরের অধীনস্থ ঢাকার সব কাস্টমস, ভ্যাট ও আয়করের কর্মকর্তা-কর্মচারীদের এনবিআরে অবস্থান করবেন
** এনবিআরের বাইরের সব অফিসের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন
** দুপুর ১২টায় এনবিআরের নিচতলায় কর্মসূচি ঘোষণা করা হবে
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সঙ্গে আলোচনার আশ্বাসের পাঁচদিন পর কলম বিরতি প্রত্যাহার করা হয়। সে অনুযায়ী মঙ্গলবার ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদের’ ১৩ সদস্যের প্রতিনিধি অর্থ উপদেষ্টার সঙ্গে আলোচনা করতে গিয়েছেন। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা গণমাধ্যমে বলেছেন, ‘এনবিআর নিয়ে ভুল বুঝাবুঝির অবসান হয়েছে। বৈঠক ফলপ্রসূ হয়েছে।’ তবে ঐক্য পরিষদের কর্মকর্তারা বলছে, ‘আলোচনা ফলপ্রসূ হয়নি।’ মঙ্গলবার (২০ মে) রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল, রাজস্ব সংস্কার পরামর্শক কমিটির সদস্য, এনবিআরের তিনজন সাবেক সদস্য, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থ সচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান উপস্থিত ছিলেন।
আরো বলা হয়, ‘আগামীকাল বুধবার দুপুর ১২টায় এনবিআর প্রাঙ্গনে আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে। সেখানে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। এছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে প্রেস ব্রিফিং শেষ না হওয়া পর্যন্ত এনবিআরের অধীন ঢাকার সকল আয়কর, কাস্টমস ও ভ্যাট অফিসের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় এবং ঢাকার বাইরের অন্য সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন।’
বৈঠকে অংশ নেয়া একাধিক কর্মকর্তা জানিয়েছেন, অর্থ উপদেষ্টা এনবিআর কর্মকর্তাদের তেমন সময় দেননি। এছাড়া তিনি এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা যেসব দাবি নিয়ে আন্দোলন করছেন, তার কিছুই শুনতে চাননি। এমনকি সমস্যা সমাধানের কোন আশ্বাসও দেননি। বৈঠকের পর কেউ কেউ অভিযোগ করেন, সেখানে তাদের ‘কাউকে কথাই বলতে দেওয়া হয়নি’। ‘ডেকে নিয়ে অপমান করার’ অভিযোগও ওঠে।
এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাতিলের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’র ব্যানারে ১৪ মে থেকে ১৯ মে পর্যন্ত টানা পাঁচদিন কলম বিরতি পালন করছেন কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার শুরু হওয়া ওই কলম বিরতি চলে সোমবার পর্যন্ত। অর্থ উপদেষ্টার ‘আলোচনার আশ্বাসে’ সোমবার কলম বিরতি স্থগিত করা হয়। পাঁচ দিনের কলম বিরতি ও আন্দোলনে প্রায় ১১ হাজার কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে এনবিআর থেকে জানা গেছে।
উল্লেখ্য, জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুই ভাগ করে ১২ মে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এতে বলা হয়েছে, পরবর্তী সময়ে প্রজ্ঞাপনের মাধ্যমে সরকার এটি কার্যকর করার তারিখ ঘোষণা করবে।