আন্দোলনে এনবিআরের ক্ষতি নিরূপণে আন্ত:মন্ত্রণালয় কমিটি

কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের চলমান কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ধারণে ৯ সদস্যের একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়েছে।

কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলাম। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন-অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা। কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব।
NBR 32
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকার কারণে কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে-তা নির্ধারণ করতে হবে। পাশাপাশি কাস্টমস, ভ্যাট এবং আয়কর বিভাগের চলমান দুই মাসব্যাপী কর্মসূচির ফলে দেশের সব ভ্যাট কমিশনারেট, কাস্টম হাউস, বন্ড কমিশনারেট, সংশ্লিষ্ট দফতর ও কর অঞ্চলে যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে-তাও নিরূপণ করতে হবে।
Budget Finance Adviser NBR CM
এছাড়া, চলমান কর্মসূচির প্রভাবে শুল্কায়ন কার্যক্রম, স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রফতানিসহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছে-তা নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এনবিআর কর্মকর্তাদের আন্দোলনের মধ্যে গত ২২ জুন আয়কর অনুবিভাগের পাঁচ কর্মকর্তাকে ‘তাৎক্ষণিক বদলি’ করা হয়। একদিন বাদে সংবাদ সম্মেলন করে ওই আদেশকে ‘প্রতিহিংসা ও নিপীড়নমূলক’ অ্যাখ্যা দিয়ে তা ছিঁড়ে ফেলে ‘প্রতিবাদ’ জানান কর্মকর্তা-কর্মচারীরা। বদলির ওই আদেশ ‘অবজ্ঞা’ করে প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে ‘ঔদ্ধত্যপূর্ণ আচরণ করায়’ এবং বদলি করা ব্যক্তিদের এ ধরনের কাজকে সমর্থন করায় ১৪ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
NBR Cefaration 11 4
এর আগে আন্দোলন থামার পর এনবিআরের তিন সদস্য ও এক কমিশনারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনারকে করা হয় সাময়িক বরখাস্ত; একের পর এক কর্মকর্তা বদলির মুখে পড়েন। এনবিআর দুই ভাগ করে গত মে মাসে রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি নামে দুটি স্বতন্ত্র বিভাগ করে অধ্যাদেশ জারি করে সরকার। সেই অধ্যাদেশ বাতিলের দাবিতে কলম বিরতিসহ নানা কর্মসূচি নিয়ে আন্দোলনে নামেন এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের আন্দোলনের মধ্যে সরকার পিছু হটে। ২২ মে অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাদেশে ‘প্রয়োজনীয় সংশোধনী’ আনা হবে। আর সংশোধন না হওয়া পর্যন্ত বিদ্যমান কাঠামোতেই চলবে এনবিআরের সব কাজ। এর মধ্যে সংস্থাটির কর্মীরা নানা অভিযোগ তুলে এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে নতুন করে আন্দোলনে নামেন এবং সংস্থার কার্যালয়ে তাকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেন।

দাবি আদায়ে ২৮ জুন ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি শুরু করেন এনবিআর কর্মীরা। তাদের আন্দোলনে স্থবির হয়ে পড়ে আমদানি-রপ্তানিসহ এনবিআরের কার্যক্রম। পরের দিনও কর্মসূচি অব্যাহত থাকলে সংস্থাটির সেবাকে ‘অত্যাবশ্যকীয়’ ঘোষণার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এর আগে ব্যবসায়ীরা আমদানি-রপ্তানিতে ক্ষতির বিষয়টি তুলে ধরে সমস্যা সমাধানে সরকারকে অনুরোধ জানান। সংকট নিরসনে সেদিন এনবিআর কর্মীদের অবিলম্বে কর্মস্থলে ফেরার এবং ‘আইনবিরোধী ও জাতীয় স্বার্থের পরিপন্থি কার্যক্রম’ থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। পরে সংকট সমাধানে পাঁচ উপদেষ্টাকে নিয়ে উপদেষ্টা কমিটি গঠন করার কথা জানায় সরকার। পরে ব্যবসায়ী নেতাদের মধ্যস্থতায় আন্দোলনকারীদের প্লাটফর্ম এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শাটডাউন কর্মসূচি তুলে নেয়। এর মধ্যে আন্দোলনের সামনের সারির নেতাদের ‘দুর্নীতির তথ্যানুসন্ধানে’ নামে দুদক। তিন দফায় ১৬ জনের তথ্যানুসন্ধান শুরুর তথ্য দেয় সংস্থাটি। আন্দোলন থামার পর এখন একের পর এক কঠোর ব্যবস্থা নিচ্ছে এনবিআর।

** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি, নিরাপত্তা প্রহরী বরখাস্ত
** বদলির আদেশ ছিঁড়ে প্রতিবাদ, ২৫-২৬ কলম বিরতি
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** বিএনপির নাম ভাঙিয়ে এনবিআরে আন্দোলন হচ্ছে
** এনবিআর আন্দোলনে আওয়ামী ঘনিষ্ঠদের ইন্ধনের সন্দেহ
** দুইদিনেই আটকা ১৪ হাজার রপ্তানি কনটেইনার
** ১১ ও ১২ জুলাই সব কাস্টম হাউস খোলা
** ‘পক্ষপাত ছাড়া কাজ করলে কোনো সমস্যা হবে না’
** সোমবার কর্মবিরতি, আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা
** ট্রেড ফ্যাসিলিটেশনে দ্রুত পণ্য খালাসের নির্দেশ
** চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত
** তিন সদস্য ও এক কমিশনার বাধ্যতামূলক অবসরে
** প্রধান উপদেষ্টার প্রেস উইং-কর্মকর্তা-কর্মচারীরা কর্মস্থলে না ফিরলে কঠোর হবে সরকার
** ১৩ ব্যবসায়ী সংগঠনের সংবাদ সম্মেলন-চেয়ারম্যানের অপসারণ নয়, আলোচনার তাগিদ
** শাটডাউন ও মার্চ টু এনবিআর চলমান থাকবে
** কমপ্লিট শাটডাউন চলছে, অবরুদ্ধ এনবিআর
** জনগণ সেবা পাচ্ছেন না, নিজ অফিসে না থাকলে শাস্তি
** শাটডাউন প্রত্যাহার হয়নি, চলবে: ঐক্য পরিষদ
** চেয়ারম্যানকে অপসারণে ‘তিনদিনের’ আল্টিমেটাম
** কর্মবিরতি প্রত্যাহার, চেয়ারম্যানের অপসারণে অনড়
** সমঝোতায় এনবিআর, কর্মসূচি স্থগিত হচ্ছে!
** উপদেষ্টার সঙ্গে বৈঠক মঙ্গলবার, কর্মসূচি স্থগিত
** তিন ঘণ্টার কলম বিরতি, স্থবির রাজস্ব কার্যক্রম
** ভ্যাট, কাস্টমস ও কর অফিসে তিনদিন কলম বিরতি
** এনবিআর চেয়ারম্যানের দপ্তর ঘেরাও
** সচিব নিয়োগে ‘মতামত’ উপেক্ষিত, নাখোশ কর্মকর্তারা

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!