কাস্টমস, ভ্যাট ও কর বিভাগের চলমান কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচির কারণে দেশের অর্থনীতিতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করেছে সরকার। এ বিষয়ে বুধবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের শুল্ক-২ শাখা থেকে একটি অফিস আদেশ জারি করা হয়।
কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলাম। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন অর্থ বিভাগ, বাণিজ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিজিএমইএ এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, ২৮ ও ২৯ জুন চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ থাকার কারণে কতটুকু রাজস্ব ক্ষতি হয়েছে, তা নির্ধারণ করতে হবে। পাশাপাশি কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের চলমান দুই মাসব্যাপী কর্মসূচির ফলে দেশের সব কমিশনারেট, কাস্টম হাউস, বন্ড কমিশনারেট, সংশ্লিষ্ট দফতর ও কর অঞ্চলে যে পরিমাণ রাজস্ব ক্ষতি হয়েছে, তাও নিরূপণ করতে হবে।
এছাড়া, চলমান কর্মসূচির প্রভাবে শুল্কায়ন কার্যক্রম, স্থলবন্দর ও নৌবন্দরে আমদানি-রফতানিসহ সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক কার্যক্রমে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করে আগামী ৩০ দিনের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে হবে। জনস্বার্থে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছেন। এতে রাজস্ব আদায়ে স্থবিরতা দেখা দিয়েছে বলে সংশ্লিষ্ট মহলের অভিযোগ।
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** এনবিআর চেয়ারম্যানকে নিয়ে কটূক্তি, নিরাপত্তা প্রহরী বরখাস্ত