এবার অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিলের সুবিধা চালু করলো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। কোন করদাতার যদি অনলাইনে রিটার্ন (ই-রিটার্ন) দাখিলের ক্ষেত্রে ভুল করে থাকেন, তাহলে ওই করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন। করদাতাদের কথা চিন্তা করে এনবিআর সম্প্রতি এই সুবিধা চালু করেছে।
কর কর্মকর্তারা বলছেন, ই-রিটার্ন চালুর পর থেকে প্রতিনিয়ত তাতে নতুন নতুন সেবা যোগ করা হচ্ছে। অনেক করদাতা অনলাইনে রিটার্ন পূরণে ভুল করেছেন। বিষয়টি কর অঞ্চল থেকে এনবিআরকে অবহিত করা হয়েছে। সেজন্য অনলাইনে রিটার্ন সংশোধনের সুবিধা চালু করা হয়েছে। অবশ্যই অনলাইন ছাড়াও করদাতারা আয়কর আইন অনুযায়ী, রিটার্নে ভুল হলে রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর সার্কেলে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন।
এনবিআর সূত্রমতে, ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের সময় শেষ হয়। কিন্তু এনবিআর করদাতাদের কথা চিন্তা করে তিন দফায় ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে। কোন ঝামেলা না থাকায় এবং সহজ হওয়ায় করদাতারা অনলাইন রিটার্ন দাখিলে সাড়া দিয়েছেন। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৪ লাখ ৩২ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। আর ১৮ লাখ ৭৫ হাজার করদাতা ই-রিটার্নের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন।
এনবিআর বলছে, রিটার্ন দাখিলের পর করদাতারা রিটার্নে কোন ভুলত্রুটি থাকলে আয়কর আইন, ২০২৩ এর ১৮০(১) ধারা অনুযায়ী, মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় সংশোধিত রিটার্ন দাখিল করতে পারেন। যে সকল করদাতা অনলাইনে মূল আয়কর রিটার্ন দাখিলের পর ভুলত্রুটির কারনে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে চান, তাদের জন্য ই-রিটার্ন ওয়েবসাইটে প্রবেশ করে ঘরে বসে সহজে অনলাইনে সংশোধিত আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। ইতোমধ্যে এই ব্যবস্থা চালু করা হয়েছে। তবে, যারা ওই সংশোধন অপশন ব্যবহারের জন্য অনলাইনে প্রবেশ করবেন, তাদেরকে অবশ্যই সংশোধিত রিটার্ন দাখিল করতে হবে।
** অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক হচ্ছে
** চার শ্রেণির কর্মকর্তা-কর্মচারীর অনলাইন রিটার্ন ‘বাধ্যতামূলক’
** অনলাইনে ১৪ লাখ রিটার্ন, কর আদায় ১৫৮ কোটি
** কাল রিটার্ন জমার শেষ দিন:অনলাইনে জমা দিন
** অনলাইনে ই-রিটার্ন দেওয়া যাবে সারাবছর
** অনলাইনে যাদের বাধ্যতামূলক, তাদের ম্যানুয়াল রিটার্ন নেবে না এনবিআর
** অনলাইনে প্রতিদিন ২৮৪০ রিটার্ন দাখিল হচ্ছে
** অনলাইনে যেভাবে আয়কর রিটার্ন দাখিল করবেন
** অনলাইনে প্রতিদিন ২০০০ আয়কর রিটার্ন দাখিল হচ্ছে
** রিটার্ন দাখিলের সময় বাড়ছে না, জরিমানা দিতে হবে
** রিটার্ন জমা দেওয়ার সময় আরও ১৫ দিন বাড়ছে
** বায়োমেট্রিক্স সিম না থাকলেও ই-রিটার্ন দেয়া যাবে
** ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে
** কোম্পানি-ব্যক্তি করদাতার রিটার্ন দাখিলের সময় বাড়লো
** আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়ালো
** নিবন্ধন ১০ লাখ, ই-রিটার্ন ২ লাখ ছাড়িয়েছে
** ২৩ দিনে ৫০ হাজার, জনপ্রিয় হচ্ছে ই-রিটার্ন
** ই-রিটার্নে ভুল হলে ম্যানুয়াল রিটার্ন দেওয়া যাবে