অনলাইনে আয়কর রিটার্ন দাখিল ১৬ লাখ ছাড়াল

২০২৪-২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন ১৬ লাখেরও বেশি করদাতা, আর এই উদ্দেশ্যে ২০ লাখের বেশি করদাতা অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। বুধবার (৭ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলতি বছরে এখন পর্যন্ত অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৬ লাখ অতিক্রম করেছে।

একই সঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন সংখ্যা ২০ লাখ ছাড়িয়েছে। অনলাইনে রিটার্ন দাখিল করায় করদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আয়কর দিবসের পরেও ই-রিটার্ন দাখিলের সেবাটি চালু রাখা হয়েছে। সেই সঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা রিটার্নে কোনো ভুল করলে ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করতে পারছেন। এখন পর্যন্ত সাত হাজার ২২৫ জন করদাতা অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিল করেছেন।

এনবিআর জানায়, www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে ব্যক্তি শ্রেণির করদাতারা সহজেই রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর ও টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একই সঙ্গে তারা ইন্টারনেট ব্যাংকিং, কার্ড ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কর পরিশোধ ও সমন্বয়ের সুবিধাও পাচ্ছেন। এ ছাড়া, সার্বক্ষণিক কল সেন্টার ও ই-মেইলের মাধ্যমে সহায়তা দেওয়া হচ্ছে। ই-রিটার্ন সিস্টেমকে আরও সহজ, উন্নত ও করদাতাবান্ধব করতে কাজ চলছে বলেও জানানো হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!