রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী অনন্ত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বেসরকারি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান শরিফ জহিরের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার ভাই আসিফ জহির এবং মা কামরুন নাহার, অনন্ত গ্রুপের পরিচালক সৈয়দ ইশতিয়াক আলমের ব্যাংক হিসাবও জব্দ করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এই ব্যাংক হিসাব জব্দ করেছে। রোববার (১ ডিসেম্বর) আয়কর আইনের ২২৩ ধারা অনুযায়ী এই ব্যক্তিদের ব্যাংক হিসাব থেকে অর্থ উত্তোলন ও স্থানান্তর স্থগিত করে সিআইসি থেকে দেশের সব ব্যাংকে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, সরকারি রাজস্ব স্বার্থ সংরক্ষণের জন্য আয়কর আইনের ক্ষমতাবলে এসব ব্যক্তি ও তাদের পরিবারের (পিতা-মাতা, ভাই-বোন, স্ত্রী, পুত্র-কন্যা) নামে ব্যাংকে পরিচালিত হিসাব থেকে (ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ইত্যাদিসহ) অর্থ উত্তোলন বা স্থানান্তর এবং লকার বা ভল্টে অর্থ বা সম্পদ থাকলে তা স্থানান্তর স্থগিত থাকবে।
অনন্ত গ্রুপের বিরুদ্ধে বন্ড সুবিধার অপব্যবহার, শুল্ককর ফাঁকি; শরিফ জহিরের বিরুদ্ধে শুল্ক সুবিধার অপব্যবহার করে রোলস রয়েস নামে গাড়ি আমদানি ও নিয়মবর্হিভূতভাবে খালাস নেওয়া ছাড়াও নানান অভিযোগ রয়েছে। এছাড়া শরিফ জহিরের বিরুদ্ধে অর্থপাচারেরও অভিযোগ রয়েছে। সম্প্রতি এনবিআরের সিআইসি দেশের বড় কয়েকটি গ্রুপের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি ও অর্থপাচার নিয়ে কাজ শুরু করেছে। এর মধ্যে অনন্ত গ্রুপও রয়েছে।