জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) দুটি বিভাগ—রাজস্ব ব্যবস্থাপনা ও রাজস্ব নীতি—এ ভাগ করে গঠিত অধ্যাদেশ বাতিলের দাবিতে চলমান আন্দোলনকে ‘যৌক্তিক’ আখ্যা দিয়ে তাতে সমর্থন জানিয়েছে বিসিএসের ২৫ ক্যাডার নিয়ে গঠিত সংগঠন ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’।
প্রশাসন ক্যাডার ব্যতীত অন্যান্য ক্যাডারের সমন্বয়ে গঠিত ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ জানিয়েছে, পেশাভিত্তিক কর্মকর্তাদের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ পরিচালনা, উপসচিব পদে কোটা বাতিল করে পরীক্ষার মাধ্যমে নিয়োগ এবং ক্যাডার বৈষম্য দূরীকরণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তাদের তিন দফা দাবির অন্যতম হলো জারিকৃত অধ্যাদেশ বাতিল।
তাদের আন্দোলনের অংশ হিসেবে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তিন দফা দাবি উত্থাপন করেছে। এসব যৌক্তিক দাবির প্রতি সমর্থন জানিয়েছে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’। বুধবার (২১ মে) এক বিবৃতিতে সংগঠনের সমন্বয়ক মুহম্মদ মফিজুর রহমান এ কথা জানান। উল্লেখ্য, সরকার গত ১২ মে এনবিআরকে বিভক্ত করে ‘রাজস্ব নীতি’ ও ‘রাজস্ব ব্যবস্থাপনা’ নামে দুটি বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে, যার প্রতিবাদে কাস্টমস, ভ্যাট ও আয়কর বিভাগের কর্মকর্তারা এক সপ্তাহ ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বিবৃতিতে বলা হয়, এনবিআর সংস্কার প্রক্রিয়ায় পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। অংশীজনদের মতামতের ভিত্তিতে দ্রুত ও সুষ্ঠু সমাধানের আহ্বান জানায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তারা মনে করে, রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা–সংক্রান্ত পূর্ণ কর্তৃত্ব রাজস্ব ক্যাডার কর্মকর্তাদের হাতে থাকা উচিত।
বিশ্বজুড়ে পেশাদারিত্ব যেখানে অগ্রাধিকার পাচ্ছে, সেখানে সামন্ততান্ত্রিক ধাঁচে পেশাদারিত্বকে উপেক্ষা করা দীর্ঘমেয়াদে ক্ষতির কারণ হবে। তারা আরও মন্তব্য করে, কোনো গোষ্ঠীকে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং আন্তর্জাতিক মান বজায় রেখে এনবিআরে টেকসই, কার্যকর ও পূর্ণাঙ্গ সংস্কার এখন সময়ের দাবি।
তাদের কর্মসূচি সমূহ :
** এনবিআর চেয়ারম্যানকে ঘিরে ধারাবাহিক অসহযোগ কর্মসূচি ঘোষণা
** এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবিসমূহ তুলে ধরে বৃহস্পতিবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে একটি স্মারকলিপি পেশ করা হবে।
** বৃহস্পতিবার এনবিআর, ঢাকা এবং ঢাকার বাইরের নিজ নিজ দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মকর্তারা। তবে রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির বাইরে থাকবে।
** শনিবার ও রোববার ট্যাক্স, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি থাকবে, কাস্টমস হাউস ও এলসি স্টেশন ব্যতীত। তবে এই দুইদিন কাস্টমস হাউস ও এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। রপ্তানি এবং আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে।
** সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা বাদে ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সকল দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি শুরু হবে।