অধ্যাদেশ এক সপ্তাহের মধ্যে সংশোধন হতে পারে

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তি করে ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা’-এই দুইটি বিভাগ করতে অধ্যাদেশ জারি করা হয়েছে। অধ্যাদেশ নিয়ে বিভিন্ন মহলের আলোচনা, সমালোচনা ও ৬১ দিন আন্দোলন করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। এই অধ্যাদেশ সংশোধন হতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যে এই অধ্যাদেশ হতে পারে। অধ্যাদেশ সংশোধনের পাশাপাশি বিধিমালার খসড়া তৈরির কাজও প্রায় শেষের পথে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এ বিষয়ে অনুষ্ঠিত বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। বৈঠকে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, অর্থসচিব মো. খায়েরুজ্জামান মজুমদার, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক প্রমুখ উপস্থিত ছিলেন।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে গত ১২ মে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এনবিআর এখন রাজস্ব নীতি প্রণয়ন এবং আদায়—দুটো কাজ করে থাকে। নতুন অধ্যাদেশ বাস্তবায়ন হলে রাজস্ব নীতি প্রণয়ন একটি বিভাগ করবে এবং আদায় করবে আরেক বিভাগ।

এনবিআরের কর্মকর্তা-কর্মচারীরা এর বিরোধিতা করে আসছিলেন। সারা দেশের আয়কর, ভ্যাট, কাস্টম হাউস ও শুল্ক স্টেশনে তাঁরা অচলাবস্থাও তৈরি করেন। অর্থ মন্ত্রণালয় পরে শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীদের স্বার্থ অক্ষুণ্ন রেখে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেয় গত মে মাসে। সরকার বিষয়টি সুরাহার জন্য এক পর্যায়ে দায়িত্ব দেয় ফাওজুল কবির খানকে।

বৈঠকের একটি সূত্র জানায়, নতুন দুই বিভাগের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে সবার নিয়োগপদ্ধতি, জনবল কাঠামো ইত্যাদি চূড়ান্ত করা নিয়ে আলোচনা হয়েছে। তবে সচিব নিয়োগ করা হবে মেধা, ন্যায়নিষ্ঠতা, সততা, দক্ষতা ও প্রজ্ঞা ইত্যাদি বিবেচনা করে—এটা মোটামুটি নিশ্চিত। অধ্যাদেশ শেষ পর্যন্ত এমনভাবে করা হচ্ছে, যাতে উভয় পক্ষের জন্য তা ‘উইন-উইন’ হয়।

** এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ বৈধতার রিট খারিজ
** এনবিআর সংস্কার: ডিসেম্বরের মধ্যে কিছু একটা হবে
** ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ জানতে চেয়েছে সরকার
** এনবিআর আন্দোলনে জুনে রাজস্ব আদায়ে বড় ধস
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত আরও তিন কর্মকর্তা
** আন্দোলনে এনবিআরের ক্ষতি নিরূপণে আন্ত:মন্ত্রণালয় কমিটি
** বদলির আদেশ ছিঁড়ে বরখাস্ত এনবিআরের ১৪ কর্মকর্তা
** ‘এনবিআর আন্দোলনকে সরকারবিরোধী রূপ দেয়ার ষড়যন্ত্র ছিল’
** এনবিআরের পুরো বোর্ড বাদ দিতে চেয়েছিল সরকার
** আন্দোলনকারী আরও শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** এনবিআরের দুই শতাধিক কর্মকর্তা ক্ষমা চেয়েছেন
** সীমা লঙ্ঘনের ঘটনা ভিন্নভাবে দেখা হবে: চেয়ারম্যান
** চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত
** ‘পক্ষপাত ছাড়া কাজ করলে কোনো সমস্যা হবে না’
** ‘সব কিছু ভুলে গিয়ে আমরা রাষ্ট্রীয় স্বার্থে কাজ করবো’
** ‘শাটডাউন কর্মসূচি করুক, কোন বৈঠক হবে না’
** এনবিআর সংকট নিরসনে ৫ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!