অগ্রণী ব্যাংকে শেখ হাসিনার দুই লকার জব্দ

পূর্বালী ব্যাংকের পর অগ্রণী ব্যাংক থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি ভল্ট বা লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)। বুধবার (১৭ সেপ্টেম্বর) দুইটি লকার জব্দ করা হয়। সিআইসির মহাপরিচালক আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে ১০ সেপ্টেম্বর সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূর্বালী ব্যাংকের মতিঝিল কর্পোরেট শাখা থেকে একটি লকার জব্দ করেছে সিআইসি।

সিআইসি সূত্র জানিয়েছে, অগ্রণী ব্যাংক লিমিটেডের প্রধান শাখায় শেখ হাসিনার নামে দুইটি লকার পাওয়া গেছে। এর মধ্যে প্রথম লকারের নাম্বার হলো ৭৫৩, চাবি নাম্বার ২০০। আর দ্বিতীয় লকার নাম্বার হলো ৭৫১, চাবি নাম্বার ১৯৬। আইনি প্রক্রিয়া শেষে দুইটি লকার জব্দ করা হয়েছে। তবে লকারে কি রয়েছে তা জানা যায়নি।

অপরদিকে, ১০ সেপ্টেম্বর বুধবার সকালে পূর্বালী ব্যাংক মতিঝিল করপোরেট শাখায় শেখ হাসিনার একটি লকার জব্দ করে সিআইসি। লকার নং-১৮। এই লকারের দুইটি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!