## বিল অব এন্ট্রি দাখিল করলেও বেশিরভাগ প্রতিষ্ঠান নয় বছরেও পণ্য খালাস নেয়নি
## তালিকায় গ্রুপ অব কোম্পানি, বহুজাতিক কোম্পানি, দেশি-বিদেশি কোম্পানি রয়েছে
## বন্দরে পণ্য আসার ৩০ দিনের মধ্যে খালাসের নিয়ম থাকলেও বেশিরভাগ মানে না
রহমত রহমান: পণ্য আমদানি করে খালাস নেয়নি প্রায় ৭৫০ আমদানিকারক। ২০১৩ থেকে ২০২১ পর্যন্ত নয় বছর ধরে এসব আমদানিকারকের পণ্য পড়ে আছে চট্টগ্রাম বন্দরে। এতে একদিকে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে বন্দরে কনটেইনারের পণ্য জট। দীর্ঘদিন ধরে পণ্য খালাস না নেয়া আমদানিকারকদের তালিকা তৈরি করেছে চট্টগ্রাম কাস্টম হাউস, যা এনবিআরে পাঠানো হয়েছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানিকারক সমস্যায় না পড়লে কখনোই পণ্য বন্দরে ফেলে রাখে না। আর কাস্টমস বলছে, ব্যবসায়ীদের তাগাদা দেয়ার পরও অনেক সময় পণ্য নেয় না।
এনবিআর সূত্রমতে, চলতি বছরের ২৮ জুলাই প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে চট্টগ্রাম বন্দরে একটি সভা হয়েছে। সভায় ‘আমদানিকৃত পণ্য নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি গ্রহণ করেন-এমন আমদানিকারকের তালিকা’ করার বিষয়ে সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী চট্টগ্রাম কাস্টম হাউস একটি তালিকা তৈরি করে। যার একটি কপি ১৫ সেপ্টেম্বর এনবিআরে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম কাস্টম হাউসের একজন কর্মকর্তা শেয়ার বিজকে জানিয়েছেন, চট্টগ্রাম বন্দরের সার্বিক কার্যক্রম সম্পর্কিত সভায় বন্দরে আমদানি করা মালামাল সময় মতো গ্রহণ না করার বিষয়ে আলোচনা হয়। সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কতিপয় আমদানিকারক সময় মতো আমদানি করা মালামাল গ্রহণ না করায় বন্দরে পণ্য বা কন্টেইনার জট তৈরি হয়। আমদানি করা পণ্য নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি গ্রহণ করেনি-এ রূপ আমদানিকারকের তালিকা করার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী কাস্টম হাউস ৮৪৬ প্রতিষ্ঠানের (এক প্রতিষ্ঠানের একাধিক চালান রয়েছে) তালিকা তৈরি করে এনবিআরকে দিয়েছে। তবে খালাস না নেয়া পণ্যগুলো কোন ধরনের পণ্য তা তালিকায় উল্লেখ করা হয়নি। এই কর্মকর্তা জানিয়েছেন, কাস্টমস আইন অনুযায়ী সমুদ্র বন্দরে পণ্য আমদানির ৩০ দিনের মধ্যে আর বিমানবন্দরে অবতরণের ২১ দিনের মধ্যে শুল্ককর পরিশোধ করে খালাস নিতে হবে। এই নিয়ে কাস্টম হাউস গণ বিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়া ব্যবসায়ী ও সিএন্ডএফ এজেন্টদের তাগাদা দেয়া হয়। কিন্তু বেশিরভাগ সময় পণ্য খালাস নেয়া হয় না। নিলামও করা হয়। তবে বিতর্কিত পণ্য নিলাম করা হয় না।
অপরদিকে, কাস্টম হাউসের তালিকায় দেখা গেছে, বেশিরভাগ পণ্য ২০১৪, ২০১৮, ২০১৯ ও ২০২০ সালে আমদানি করা হয়েছে। কিছু চালান ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে আমদানি করা হয়েছে। তালিকায় আমদানিকারক প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, বিল অব এন্ট্রি নাম্বার ও তারিখ দেয়া হয়েছে। তালিকায় গ্রুপ অব কোম্পানি, বহুজাতিক কোম্পানি, দেশি-বিদেশি কোম্পানিও রয়েছে।
তালিকা অনুযায়ী যেসব আমদানিকারক খালাস নেয়নি সেগুলো হলো-সুলতানা করপোরেশন, মেসার্স পিএমএস ইম্পোর্ট, তালহা টেক্স প্রো লি., মরিয়ম এন্টারপ্রাইজ, বেঙ্গল গ্যালারি লি., অলিম্পিক গ্লোবালি ট্রেডিং লি., ইগলু ফুডস লি., জারিফ এন্টারপ্রাইজ, কমোডিটিজস ট্রেডিং কোং, মেসার্স এনআর ট্রেডার্স, ওকেএম ফুড প্রোডাক্টস কোং, সেতারা ট্রেডিং, মেসার্স বাশার মোল্লা এন্ড কোম্পানি, সেচ্চা ট্রেডার্স, গ্যাকো ইন্টারন্যাশনাল, কোহিনূর ইন্টারন্যাশনাল ফিশ ট্রেডিং, মাল্টিকন কার্গো সিস্টেমস, মেসার্স রফিক এন্টারপ্রাইজ, রূপালি প্রোজেন ফুডস ট্রেডিং, আবরার ট্রেড ইন্টারন্যাশনাল লি., দেশি এন্টারপ্রাইজ, জেএস ট্রেডিং কোং, গ্রিন টেক এক্সিম, ইম্পেক্স রিসার্স ইন্টারন্যাশনাল, আরশাদ ইম্পোর্ট এন্ড এক্সপোর্ট, মেসার্স মোস্তফা ট্রেডিং, সফট হোয়াইট, গ্লোবাল ট্রেডিং, এম কে এ হ্যাচারি, আর আর পি এগ্রো ফার্ম, পিএইচএম ইউরো ফ্রুটস, আকুটেক এগ্রো (বিডি) লি., আশা করপোরেশন, মিশহাম এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., মেসার্স এ জে ট্রেডিং, রেইনবো করপোরেশন, এসিআই পিওর ফ্লাওয়ার লি., টঙ্গী ফিড মিল বাংলাদেশ লি., ইউনিভার্সেল ট্রেডার্স, মেসার্স তানজিল এন্টারপ্রাইজ, হিল এন্টারপ্রাইজ, রহিমা গার্মেন্টস লি., ই টি এন্টারপ্রাইজ, চিরন্তন ট্রেডিং কোং, খোকব ইন্টারন্যাশনাল, ডায়মন্ড এগ লি., ওয়াটান ট্রেডিং, এবিএম করপোরেশন, প্রিভেল এগ্রো কেমিক্যাল কোং, মেসার্স এগ্রি বিজনেস এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট এন্ড সার্ভিসেস, এসকেএল এনিমেল হেলথ কোং লি., মেসার্স থ্রিএস ইম্পেক্স বাংলাদেশ, মেসার্স আল-হেরা ট্রেডিং, ষ্পেক্টা হেক্সা ফিডস লি., ফিস টেক বিডি লি., সামিট ট্রেডিং ইন্টারন্যাশনাল, ভেটমেনটর এগ্রোভেট, পায়েল এন্টারপ্রাইজ, ম্যাগনিফাই এগ্রো লি., গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লি., ইউনিকম মাল্টি সিস্টেম।
তালিকায় আরো রয়েছে-ভিএনএফ এগ্রো লি., ওয়াইজম্যান গাইডেন্স লি., ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লি., অ্যাডভান্স এগ্রোটেক বাংলাদেশ, মাতবর ট্রেডার্স, মোনডেলজ বাংলাদেশ প্রাইভেট লি., জামান এগ্রো, গ্লোবাল সফট ড্রিংকস লি., গাজীপুর ফিডস লি., ফিসটেক বিডি লি., অ্যালিকো ডিস্ট্রিবিউশন লি., ট্রাস্ট ইনফিনিটি ফার্মস বাংলাদেশ, এম কে এ হ্যাচারি, মিসহাম ফিডস লি., জুম্মা ট্রেডিং করপোরেশন, কোয়ালিটি ফিডস লি., মেসার্স এস এ এল প্রোডাক্টস, মেঘনা পেট্রোলিয়াম লি., রূপালি ট্রেডিং করপোরেশন, স্টান্ডার্ড ফিনিশস অয়েল কোং, গ্রামীণ নিটওয়্যার লি., বুলবুল এজেন্সি, সিকোটেক্স ডায়িং এন্ড প্রিন্টিং লি., সার্ক ইঞ্জিনিয়ারিং, ক্যামিও ইউএসএ নিটওয়্যার লি., ইস্টার্ন রিফাইনারি লি., আজিম ট্রেডিং করপোরেশন, মাসুদ এন্ড কোং, পিএমএস ইম্পোর্ট, রিদওয়ান এন্টারপ্রাইজ, মেসার্স উজালা পেইন্টস ইন্ডাস্ট্রি, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লি., হাসান কনস্ট্রাকশান, আহমেদ অ্যাসোসিয়েটস, ফিউচার ট্রেডিং, ফিউশন গ্লোবাল সোর্সিং, এম এম কেমিক্যাল সাপ্লাই, পদ্মা অয়েল কোম্পানি লি., মেঘনা পেট্রোলিয়াম লি., বেক্সিমকো ইনসেক্টিসাইড লি., এপেক্স ষ্পিনিং এন্ড নিটিং মিলস লি., আজাদ ট্রেড সেন্টার, বুশরা প্রোডাক্টস, ডিভাইন টেক্সটাইল লি., জে সি ট্রেডার্স, টেক্স সার্ভিস এন্ড সল্যুয়েশন, রহিম হালিম অ্যাসোসিয়েটস, এন আর ট্রেড ইন্টারন্যাশনাল, এ রহমান এন্ড ব্রাদার্স, আর আর করপোরেশন, ব্রাইট হোয়াইট ষ্পট রিমুভার, মোতালেব মনোয়ারা কম্পোজিট (প্রা.) লি., ডাবল এ ট্রেড কমিউনিকেশন, সিবিসি করপোরেশন।
তালিকায় রয়েছে-এস কে এন্টারপ্রাইজ, যমুনা অয়েল কোং লি., মার্টিন নিটওয়্যার লি., জিন মা (বিডি) ইন্টারন্যাশনাল কোং লি., পদ্মা অয়েল কোম্পানি লি., হিরা ভাকুয়াম এভাপোরেশন সল্ট ইন্ডাস্ট্রিজ লি., সোয়ানটেক্স ইন্টারন্যাশনাল, কটন ক্লাব (বিডি) লি., নিতে পুতে লি., রিমি এন্টারপ্রাইজ, খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিং লি., রানা গার্মেন্টস এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ, এইচ এম এস এন্টারপ্রাইজ, সফি টেক্সটাইল, মেসার্স রিপা এন্টারপ্রাইজ, মেঘনা পেট্রোলিয়াম লি., এস এস কেমিক্যালস, সিমিশা এন্টারপ্রাইজ, পদ্মা অয়েল কোম্পানি লি., রাকিন এন্টারপ্রাইজ, দি সোর্সিং, ইস্টার্ন রিফাইনারি লি., ই-গ্লোবাল ট্রেডিং এন্ড সার্ভিসেস লি., স্টান্ডার্ড এশিয়াটিক ওয়েল কোম্পানি লি., এ আর ট্রেডিং কোং, সান পাওয়ার ইঞ্জিনিয়ারিং, নায়াগ্রা টেক্সটাইলস লি., মেসার্স এ এস করপোরেশন, ওমর ট্রেড, ডরিন ওয়াশিং প্লান্ট লি., শাহিদ এন্ড ব্রাদার্স, বৃদ্ধি শিপিং লাইন লি., নামিরা ট্রেডিং, লোকমান হোসেন তালুকদার, মেসার্স প্লানেট ইন্টারন্যাশনাল, স্টক মার্ট ওয়েজ, রেজোরকাল ধর্মশোক বুদ্ধ বিহার, উষার আলো, রবিন প্রিন্টিং এন্ড প্যাকেজেস লি., ডিসেন্সি পেপার এন্ড প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ, নাসা সুইং থ্রেড লি., এইচকেডি ইন্টারন্যাশনাল লি., ডোমিনেক্স ট্রেড এন্ড ডেভেলপমেন্ট, এ বি এস কার্টুন এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ লি., ইনাম লেভেলস লি., উষা জুট ষ্পিনিং লি., আনলিমা এনার্জি লি., আলহাজ মোয়াজ্জেম হোসেন সওদাঘর (প্রা.) লি., দেলোয়ার এন্ড অ্যাসোসিয়েটস, নামিরা ট্রেডিং, অ্যাপেল কেমিক্যালস (প্রা.) লি., এস এম নিটওয়্যার, টেক্সার নিটওয়্যার লি., অহনা এন্টারপ্রাইজ, জারির এন্টারপ্রাইজ, পেনিনসুলা গার্মেন্টস, মোডিস্টি সি ই পি জেড লি., গ্লোরিয়াস সান ফ্যাশন গার্মেন্টস, ভুলতা নিট টেক্স লি., সোর্স টার্ক বিডি, ডালিস আম্বার নিবাস লি., মার্বেল প্লাস, কোশিক ইন্টারন্যাশনাল, এসআর ফাইবার লি., ডোহাজারী গিফট হাউজ, বোতান ফ্যাশন বিডি, এসএন এন্টারপ্রাইজ, টোটাল ট্রেডিং, অ্যানি এন্টারপ্রাইজ, ডাইহান এস সি কোং, এফ এফ ফাউন্ডেশন লি., আল-রাজী ইন্টারন্যাশনাল, অ্যাপারেল অপশনস (প্রা.) লি., এএ এন্ড এস ইন্টারন্যাশনাল লি., অহনা এন্টারপ্রাইজ, মেসার্স কারিম এন্টারপ্রাইজ, রাজ করপোরেশন।
তালিকায় আরো রয়েছে-আবাবিল নিট কম্পোজিট লি., ইটিসি এক্সেসরিজ কোং লি., জে এন জেড বিজনেস লিংক, ডেনিম এক্সপোর্ট লি., সাইনক্রাফট, পোর্টল্যান্ড টেক্সটাইল লি., শুভা এন্টারপ্রাইজ, বোরাস নিটওয়্যার লি., ইউনিয়ন কনসোর্টিয়াম লি., ভাই ভাই থাই অ্যালুমিনিয়াম, সুপার কালেকশন, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লি., মুনস্টার কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লি., রক নিটওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., এনএইচ ট্রেডিং করপোরেশন, ইনলিগাই সোসিং (প্রা.) লি., স্টোন এইজ, এপেক্স হোসাইন করপোরেশন, এস আর এন্টারপ্রাইজ, নাসা অ্যাসোসিয়েটস, ইকরা ট্রেড ইন্টারন্যাশনাল, নাসরিন জামান নিটওয়্যার লি., মৃধা ইন্টারন্যাশনাল, ইয়াসমা নিটিং এন্ড ডায়িং লি., অ্যামিগো ফ্যাশন, এফ এন ট্রেডার্স, আশা জুট ইন্ডাস্ট্রিজ লি., রিয়া ইন্টারন্যাশনাল, গালা ড্রেসওয়্যার লি., কাশফিয়া বিল্ডার্স, শিশির নিটিং এন্ড ডার্য়িং লি., ইস্টার্ন শরীফ এন্টারপ্রাইজ, একদোনতো ইউনিয়ন, রংপুর হিমাগার লি., মেহেরপুর মাল্টি-পারপাস কোল্ড স্টোরেজ হোল্ডিং, মাজিদ সন্স কনস্ট্রাকশন লি., বিডিটেক সল্যুয়েশন, শাহাজিস কনস্ট্রাকশন, মেসার্স আলিম ট্রেডিং, জি কে বি এন্ড কোম্পানি প্রাইভেট লি., করোনি অ্যাপারেলস লি., ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স লি., অভি ইন্টারন্যাশনাল (প্রা.) লি., গার্ডিয়ান হেলথকেয়ার লি., হিমালয়, গ্লোবাল লিংক ট্রেডিং করপোরেশন, আহসান উল্যাহ কোম্পানি, সিগমা পাম্পস লি., আলভী ইন্টারন্যাশনাল, জাপান হালাল কোং লি., মোশারফ কম্পোজিট টেক্সটাইল মিলস লি., বাংলাদেশ স্যু ইন্ডাস্ট্রিজ লি., রংপুর হিমাগার লি., নাভানা লি., এফএনএফ ফার্মাসিউটিক্যালস লি., আফতাব মহুমুখী ফার্মস লি., পপুলার স্টিল এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লি., মাদারীপুর বিসমিল্লাহ এগ্রো ফুড লি., সরদার ভেঞ্চুরি লি., গাজী অটো টায়ার, লায়ন সিনেমা (প্রা.) লি., কারলিটেক্স লি., ডেনিম প্রসেসিং প্লান্ট লি., নিউ ওয়েস্টার্ন মেরিন শিপ বিল্ডার্স লি., তাকওয়া ফেব্রিক্স লি., আলম টেক্সটাইল, বি এন্ড বি ইম্পায়ার লি., বড় তাকিয়া মটরস প্রা. লি., টাটফাই জিপার কোম্পানি লি., জয়তুন বাংলাদেশ লি., গোল্ডেন ফ্যাক্টরি, আহমেদ অ্যাসোসিয়েটস, শেফার্ড টেক্সটাইল (বিডি) লি., আল মোস্তফা সায়েন্টিফিক এন্ড কেমিক্যালস কোং, মোতালেব মনোয়ারা কম্পোজিট প্রা. লি., এট্ট্রাকশন গার্মেন্টস লি., মেরিডিয়ান গ্লোবাল ইন্টারন্যাশনাল লি., ঢাকা সকস ম্যানুফ্যাকচারিং কোং লি., কেবি অ্যালুমনিয়ািম লি., তানজিনা ফ্যাশন লি., আরাফাত মটরস, প্লাস্টিক ওয়ার্ল্ড হাউজ, আর্ক ইম্পেক্স লি., অ্যাপেল সিরামিকস প্রা. লি., সানটিচ ট্রেড ইন্টারন্যাশনাল, হক এন্টারপ্রাইজ, কিকো ইন্টারন্যাশনাল, মিতালী ফ্যাশনস লি., লাভলক এন্টারপ্রাইজ লি., সেভেন অ্যালায়েন্স কোং লি., আর কে গ্রিনল্যান্ড লি., নাইফ ইঞ্জিনিয়ারিং এন্ড বিল্ডার্স, আর্ক ইম্পেক্স লি., চায়না গ্রেজ বাংলাদেশ লি., সুপারসাইন ইন্ডাস্ট্রিজ লি., মিচেল করপোরেশন ইন্টারন্যাশনাল, জনতা ট্রেডিং করপোরেশন, মাক্সকেয়ার ইন্টারন্যাশনাল লি., এসই টেক্সটাইল এন্ড অ্যাম্বোডারি, স্কিন ক্যাফে লি., সার্ফ শিপিং এজেন্সি, মার্কস সুয়েটার লি., এম হোসাইন স্পিনিং মিলস প্রা. লি., নিউটেক কনস্ট্রাকশন কেমিক্যালস কোম্পানি লি., স্মার্ট রিটেইল বাংলাদেশ লি., গ্লোবাল নন ওভেন ফেব্রিক্স লি., আমান সিমেন্ট মিলস লি., আল মদিনা ট্যানারি, আলফা টেক্সটাইল লি., এপেক্স লিঙ্গারি লি., এন জি কম্পোজিট লি., পলি মার্ট লি., নাসিম প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লি., মার্ক প্যাকেজিং এন্ড এক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ, আসিফ লিকুইয়ার লি., টার্গেট ফাইন নিট ইন্ডাস্ট্রিজ লি., নিউ মাসুদ অটো পার্টস, এফ ডি এন এনার্জি লি., সিলকওয়েজ কার্ড এন্ড প্রিন্টিং লি., এল বি প্লাস্টিক রিসাইক্লিং ইন্ডাস্টিজ, পাটওয়ারী বিজনেস হাউজ প্রা. লি., এপেক্স ফুটওয়্যার লি., সাত্তার মেটাল ইন্ডাস্ট্রিজ, প্রিমিয়াম ট্রেড করপোরেশন লি., ওয়েন্স মেটাল ইন্ডাস্ট্রিজ লি., রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লি., ইন্ট্রিগ্রেটেড টেক্সটাইল রিসোর্স লি., অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লি., গোল্ডেন ইউনিক কোং লি., প্যারামাউন্ট সিনথেটিক, কপারেটক ইন্ডাস্ট্রিজ লি., কাজী মেটাল ইন্ডাস্ট্রি, গ্লোবাল মেটাল কমপ্লেক্স লি., এ ওয়ান কনস্ট্রাকশন এন্ড লজিস্টিক লি., নিউটন ইলেকট্রনিক এন্ড অ্যাপ্লায়েন্স ম্যানুফ্যাকচারিং লি., আল হারামাইন ট্রেড ইম্পেক্স, থার্ড টেকনোলজিস, মেঘনা স্টার ক্যাবল এন্ড ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স লি.।
তালিকায় রয়েছে-ইজি হোম অ্যাপ্লায়েন্স লি., ফেন্সি ফ্যাশন সুয়েটার্স লি., অ্যাডেক্স ইঞ্জিনিয়ারিং লি., সিএসপি কমপ্লেক্স লি., এসএস পাওয়ার লি., এনজেএস কনসালটেন্টস কোং লি., বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স, এক্সিলারেট এনার্জি বাংলাদেশ লি., কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লি., ইস্টার্ন ক্যাবলস লি., খুলনা শিপইয়ার্ড লি., পেট্রোবাংলা, ভারতীয় দূতাবাস, ডায়মন্ড ট্রেড ইম্প্রেক্স, গালফ এনার্জি লি., কম্পিউটার সিটি এন্ড টেকনোলজি, এডিএন টেলিকম লি., পপুলার হেলথ কেয়ার লি., সান সাইন সিমেন্ট মিলস লি., শামীম অটোস লি., হোম টেক্সটাইল লি., এইচএনএস হেভি ইন্ডাস্ট্রিজ লি., এমএ শিপ ব্রেকিং লি., জেনেসিস এশিয়ান পাওয়ার করপোরেশন লি., ড্রিম এজেন্ট কার ভিশন, এলএনবি অটোমোবাইলস, মাক্স অটো, চেরি অটোস, বিগ ওয়ান লি., আদনান অটোমোবাইলস, এইচএনএস অটোমোবাইল, দুরন্ত ইনকরপোরেশন, অটো ড্রাইভ বাংলাদেশ, অটো কালেকশন, কার কালেকশন, থ্রি আঙ্গেল মেরিন লি., জুম অটো, সুপেরিয়র ইলেকট্রিক লি., এইচ এম এনার্জি লি., আইপিএল ইন্টারন্যাশনাল (বিডি) প্রা. লি., কনকর্ড গার্মেন্টস লি., বনলতা অ্যাপারেলস লি., আঞ্জুমান গার্মেন্টস (প্রা.) লি., করোনা ফ্যাশন লি., আশিনা গামেন্টস ইন্ডাস্ট্রিজ লি., আর্টিস্টিক ডিজাইন লি., ফ্যাশন নেটওয়ার্ক লি., ডেক্কো ডিজাইন লি., ডিকে সুয়েটার লি., ফ্যাশন পার্ক ইন্ডাস্ট্রি লি., ইন্ট্রাকো ডিজাইন লি., কে টেক্স ইন্ডাস্ট্রিয়াল কোং লি., লিন্ডা ফ্যাশনস লি., নিপা ফ্যাশন ওয়্যার ইন্ডাস্ট্রিজ লি., মিশওয়ার হোসিয়ারী মিলস প্রা. লি., মিমরা নিটওয়্যার লি., কানিজ গার্মেন্টস লি., নাসা বেসিক লি., কেপটেক্স সুয়েটার লি., মাসটেক্স ইন্ডাস্ট্রিজ লি., সিকটেক্স ফেব্রিক্স লি., পুর্না ফ্যাশন লি., স্পেস সুয়েটার লি., রেদওয়ান টেক্স এন্ড অ্যাপারেলস লি., প্রিয়াঙ্কা ফ্যাশন লি., ইউনাইটেড টাউজার লি., ওভারসিস অ্যাপারেল এন্ড অ্যাম্বোডারি লি., বিলিয়ান্ট গার্মেন্টস লি., টয়ো কম্পোজিট নিট গার্মেন্টস লি., দি ওয়েলটেক্স লি.।
এই বিষয়ে বিকেএমইএ এর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, পণ্য খালাস না নেয়ার পেছনে মূল কারণ হলো কাস্টমস। কাস্টমসের জটিলতার কারণে বেশিরভাগ পণ্য খালাস হয় না। এ জটিলতা দূর করার উদ্যোগ নিতে হবে।
সূত্র-শেয়ার বিজ