হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান অবৈধ সিগারেট আমদানি করে!

** ওয়াটার পিউরিফাইয়ার মেশিন ঘোষণা কন্টেইনার ভর্তি রাজস্ব ফাঁকি দেয়া অবৈধ সিগারেট আমদানি করেছে হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান হ্যামকো করপোরেশন লিমিটেড

বার্তা প্রতিবেদক: দেশের হ্যামকো গ্রুপের প্রতিষ্ঠান হ্যামকো করপোরেশন লিমিটেড। প্রতিষ্ঠানটি দেশে কয়েকটি ব্র্যান্ডের পণ্য ছাড়াও কয়েকটি ব্র্যান্ডের পণ্য আমদানি করে বাজারজাত করে। প্রতিষ্ঠানটি ওয়াটার পিউরিফাইয়ার মেশিন ঘোষণা দিয়েছে। কিন্তু আমদানি করেছে কন্টেইনার ভর্তি বিদেশি ব্র্যান্ডের রাজস্ব ফাঁকি দেয়া সিগারেট। চট্টগ্রাম বন্দরে মিথ্যা ঘোষণার হ্যামকো করপোরেশন লিমিটেডের আমদানি করা সিগারেটের কন্টেইনার আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) রাত ১২টার দিকে চট্টগ্রাম কাস্টম হাউস ও কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর যৌথভাবে এই সিগারেট আটক করেছে। কাস্টমস কর্মকর্তাদের ধারণা, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে মিথ্যা ঘোষণায় রাজস্ব ফাঁকি দিয়ে এই সিগারেট আমদানি করে আসছে। এই প্রতিষ্ঠানের সব আমদানি চালান খতিয়ে দেখা হবে।

WhatsApp Image 2024 06 28 at 2.32.48 AM

চট্টগ্রাম কাস্টম হাউসের ডেপুটি কমিশনার (এআইআর) একেএম খায়রুল বাশার বলেন, স্থানীয় পর্যায়ে বিদেশি সিগারেট উৎপাদন ব্যাহত হওয়ায় অবৈধভাবে বিদেশ থেকে সিগারেট আমদানি করছে একটি সিন্ডিকেট। এ ধরনের অবৈধ বিদেশি একটি সিগারেটের চালান মিথ্যা ঘোষণা দিয়ে আনার সময় চট্টগ্রাম কাস্টম হাউসের এআইআর ও কাস্টমস গোয়েন্দা চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়ে একটি ২০ ফুট কন্টেইনার আটক করে। কায়িক পরীক্ষা করে ৫০ লাখ পিস বিদেশি মন্ড ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা।

তিনি জানিয়েছেন, ওয়াটার পিউরিফায়ার ঘোষণা দিয়ে অবৈধ সিগারেটের চালানটি আমদানি করা হয় থাইল্যান্ড থেকে। ২৬ জুন সিগারেটের চালানটি চট্টগ্রাম বন্দরে আসে। ঢাকার যাত্রাবাড়ী এলাকার হামকো করপোরেশন লিমিটেড নামের প্রতিষ্ঠানটি চালানটি আমদানি করে। চালানটি খালাসের দায়িত্বে ছিল চট্টগ্রামের আগ্রাবাদ এলাকার জাহান চেম্বারের সিঅ্যান্ডএফ এজেন্ট ফাস্ট্র্যাক কার্গো সলিউশনস লিমিটেড। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, আঞ্চলিক কার্যালয়, চট্টগ্রাম ও কাস্টম হাউস যৌথভাবে মিথ্যা ঘোষণায় আমদানি করা কন্টেইনার সিগারেটের চালানটি আটক করেছেন।

WhatsApp Image 2024 06 28 at 2.32.50 AM

কাস্টমস গোয়েন্দার উপপরিচালক আয়শা সিদ্দিকী জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে কন্টেইনারটি আটক করা হয়েছে। কায়িক পরীক্ষা করে এতে ৫০ লাখ শলাকা (২৫ হাজার মিনি কার্টুন) সিগারেট আটক করা হয়েছে। এতে মন্ড সুপার স্লিম গ্রিন অ্যাপেল ও মন্ড সুপার স্লিম স্ট্রবেরি ব্র্যান্ডের সিগারেট পাওয়া গেছে। সিগারেটের আনুমানিক বাজার মূল্য ৫ কোটি টাকা। থাইল্যান্ড হতে শিপিং এজেন্ট সামুডেরা শিপিং লাইন লিমিটেড ও জাহাজ কোটা আনগুন এর মাধ্যমে পণ্যচালানটির আমদানিকারক ঢাকার শ্যামপুর ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার হ্যামকো করপোরেশন লিমিটেড। ওয়াটার পিউরিফায়ার মেশিন ঘোষণায় আমদানিকৃত সিগারেটের চালানটি থাইল্যান্ড হতে সিঙ্গাপুরে পৌঁছার পর জাহাজ কোটা আনগুন এর মাধ্যমে ২৭ জুন বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। চোরাচালানের মাধ্যমে সিগারেট আমদানি করে সরকারের রাজস্ব ফাঁকির অপচেষ্টা করায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে কাস্টমস আইন, ২০২৩ এবং প্রযোজ্য সংশ্লিষ্ট অন্যান্য আইন অনুযায়ী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

WhatsApp Image 2024 06 28 at 2.32.46 AM

সূত্রমতে, হ্যামকো করপোরেশন লিমিটেড হ্যামকো গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি নিজস্ব ব্র্যান্ডের বেশ কিছু পণ্য উৎপাদন ও বাজারজাত করে। এছাড়া বেশ কিছু ব্র্যান্ডের পণ্য আমদানি করে বাজারজাত করে আসছে। আইপিএস, ইউপিএস, সোলার পিভি মডিউল, সোলার সিস্টেম, প্লাস্টিক ও গৃহস্থালি পণ্য রয়েছে। হ্যামকোর সারাদেশে ১৭টি নিজস্ব শাখা ও ১২০০ ডিলার রয়েছে। প্রতিষ্ঠানটি হ্যাভেল ব্র্যান্ডের ওয়াটার পিউরিফায়ার, বাসাবাড়ির গৃহস্থালি পণ্য বাজারজাত করে। বাস ও ট্রাকের টায়ার বাজারজাত করে। এমএনটি ব্র্যান্ডের সোলার পণ্যে, সোলার সিস্টেম বাজারজাত করে। সবচেয়ে বেশি বাজারজাত করে লুব্রিকেন্ট ব্র্যান্ডের পণ্য। হ্যামকোর ব্যাটারি সবচেয়ে জনপ্রিয়। হ্যামকো গ্রুপের হ্যামকো করপোরেশন লিমিটেড ছাড়াও হ্যামকো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুরশিদ মেটাল ইন্ডাস্ট্রিজ, আবদুল্লাহ ব্যাটারি কোং (প্রাইভেট) লিমিটেড, হ্যামকো লেদার লিমিটেড, হ্যামকো ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্সস ও গলগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামে অঙ্গপ্রতিষ্ঠান রয়েছে।

***