সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেলেন ‌‘বিকাশ’

বার্তা প্রতিবেদক: জাতীয় পর্যায়ে সেবা খাতে ২০২০-২১ অর্থবছরে জাতীয় কোষাগারে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) দেওয়ার স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ ভ্যাটদাতা সম্মাননা পেয়েছে দেশের সবচেয়ে বড় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। শনিবার (১০ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে এ সম্মাননাপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন বিকাশের চিফ এক্সিকিউটিভ অফিসার কামাল কাদীর। এসময় আরো উপস্থিত ছিলেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন, বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর প্রমুখ।

প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গত কয়েক বছর ধরে সেরা ভ্যাটদাতার সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রতিবারের মতো এবারও উৎপাদন, ব্যবসা ও সেবা- এই তিন শ্রেণিতে তিনটি করে মোট ৯ প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা দেওয়া হয়।

bkashbg 20221211194241

‘সর্বোচ্চ মূল্য সংযোজন কর পরিশোধকারী প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নীতিমালা, ২০০৫ (সংশোধিত)’ অনুযায়ী এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। জাতীয় পর্যায়ে উৎপাদন, ব্যবসা ও সেবা খাতে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (মূসক) পরিশোধকারী ৯ প্রতিষ্ঠানের মধ্যে উৎপাদন খাতের তিনটি প্রতিষ্ঠান হলো-বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর আওতাধীন অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি লিমিটেড এবং ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের আওতাধীন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। ব্যবসায় খাতের তিনটি প্রতিষ্ঠান হলো-ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের আওতাধীন ওয়ালটন প্লাজা, আগোরা লিমিটেড ও ইউনিমার্ট লিমিটেড। সেবা খাতের তিনটি প্রতিষ্ঠান হলো-ভ্যাট ঢাকা উত্তর কমিশনারেটের আওতাধীন বিকাশ লিমিটেড, নগদ লিমিটেড এবং ভ্যাট ঢাকা দক্ষিণ কমিশনারেটের আওতাধীন ইন্টারন্যাশনাল ফিন্যান্স ইনভেস্টমেন্ট এন্ড কর্মাস ব্যাংক লিমিটেড বা আইএফআইসি ব্যাংক।

যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রশিদ দেয় এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করে এনবিআর।