শাহ আমানতে যাত্রীর শরীরে মিলল ৪ কেজি স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর তল্লাশি করে প্রায় চার কেজি স্বর্ণ আটক করা হয়েছে। বুধবার (১ জুন) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করেন। কাস্টমস গোয়েন্দা চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।

Gold CIID 2

তিনি জানিয়েছেন, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের তথ্য পান কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই ভিত্তিতে কাস্টমস গোয়েন্দার বিমানবন্দরের কর্মকর্তা ও সদর দপ্তরের টিম সর্তক অবস্থান নেন। সকাল ৭টা ১৫ মিনিটে শারজাহ থেকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট বিমানবন্দরে অবতরণ করেন। তথ্যের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা বিমানের মধ্যে প্রবেশ করেন।

পরে সাইফুল ইসলাম নামের ওই যাত্রীকে বিমানের আসন-১৩বি থেকে আটক করে কাস্টমস হলে নিয়ে আসেন। যাত্রীর দেহ তল্লাশি করে কালো রংয়ের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় দুইটি বান্ডেল পাওয়া যায়। বান্ডেল খুলে মোট ৩৪টি স্বর্ণবার, ১৪টি চেইন, তিনটি লকেট উদ্ধার করা হয়, যার ওজন চার দশমিক শূন্য ৬৬ কেজি। আনুমানিক বাজার মূল্য তিন কোটি ২০ লাখ টাকা। যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা।

###