বার্তা প্রতিবেদক: বার্তা প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান থেকে ২৩.৬৬ কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। প্রায় ২৫ কোটি মূল্যের স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। গতকাল বৃহস্পতিবার (১৮ মে) দুপুরে এই স্বর্ণ জব্দ করা হয়েছে। বিকেলে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ঢাকা কাস্টম হাউসের অতিরিক্ত কমিশনার কাজী ফরিদ উদ্দীন।
তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ১১টা ৩০ মিনিটে মাসকাট হতে চট্টগ্রাম হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান বিজি ১২২ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদ থাকায় অবতরনের পরপরই ঢাকা কাস্টম হাউসের কমিশনারের নির্দেশে বিমানবন্দরের রানওয়েতে পুরো বিমান ঘিরে ফেলে কাস্টমস কর্মকর্তারা। অভিযানে ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেনটিভ) সৈয়দ মোকাদ্দেস হোসেন, জেবুন্নেছা এবং শেগুফতা মাহজাবীনের নির্দেশে একটি চৌকস দল অভিযান পরিচালনা করেন। এরপর কর্মকর্তারা বিমান তল্লাশি করেন। পরে বিমানের কার্গোহোল্ড থেকে পরিত্যক্ত অবস্থায় কাপড় দিয়ে সেলাই করা তিনটি লম্বা ব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগ কাস্টমস হলে এনে খুলে তাতে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২০৪টি সোনার বার জব্দ করা হয়। যার ওজন প্রায় ২৩ কেজি ৬৬০ গ্রাম। আনুমানিক বাজার মূল্য ২৫ কোটি টাকা।
তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে, এটি বিমানের ওয়াশ রুমের কোন একটি স্থানের স্ক্রু খুলে ওয়াশ রুমের ভেতর থেকে কার্গোহোল্ডে ফেলা হয়েছে। অথবা বিমান সংশ্লিষ্ট কোন ব্যক্তি কার্গোহোল্ডের কেবিনেটের মধ্যে লুকিয়ে রেখেছেন। তবে সংশ্লিষ্ট কাউকে আটক করা যায়নি। এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানান কাজী ফরিদ উদ্দীন।
###