বার্তা প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আড়াই কেজির বেশি স্বর্ণসহ মো. মানিক মিয়া নামে সংযুক্ত আরব আমিরাত থেকে আগত এক যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুন) রাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যাত্রীকে আটক করেন। জব্দ করা স্বর্ণের মূল্য প্রায় এক কোটি ৮০ লাখ টাকা। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে এয়ার এরাবিয়ার ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালানের গোপন তথ্য পায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক। এরই প্রেক্ষিতে বিমানবন্দরের সর্তক অবস্থান নেয় কাস্টমস গোয়েন্দার বিমানবন্দর সার্কেলের কর্মকর্তারা। সোমবার রাত ৯টা ৫ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে এয়ার এরাবিয়ার জি-৯৫১০ একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আগত যাত্রীদের উপর নজরদারি করা হয়।
তথ্যের ভিত্তিতে আমার নেতৃত্বে (উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী) কাস্টমস গোয়েন্দার একটি দল বিমানবন্দরের ৬নং বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। বোর্ডিং ব্রিজ অতিক্রমের সময় মো. মানিক মিয়া নামে সন্দেহভাজন এক যাত্রীকে সনাক্ত করা হয়। পরবর্তীতে তাকে গ্রিন চ্যানেলে এনে তার ব্যাগ স্ক্যান ও তল্লাশি করা হয়। এ সময় তার ব্যাগ থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২১টি স্বর্ণবার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার জব্দ করা হয়। স্বর্ণের মোট ওজন দুই কেজি ৫৪৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি ৮০ লাখ টাকা। পরে যাত্রীকে আটক করা হয়। আটক যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এবং কাস্টমস আইন, ১৯৬৯ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।
###