Header – Before
Header – After

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি: ইসি সচিব

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক ‘শাপলা’ ব্যবহার করতে পারবে না। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, তারা বিকল্প প্রতীক নির্বাচন করতে হবে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই তথ্য জানান। আইন মন্ত্রণালয় থেকে প্রতীকের তালিকা ভেটিং হয়ে এসেছে, যেখানে শাপলা প্রতীক নেই।

এ বছর জুলাইয়ে নির্বাচন কমিশন ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে তপশিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেয়। এর আগে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানের তরুণদের গড়া রাজনৈতিক দল এনসিপি নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে এবং প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়েছিল। আবেদনে শাপলা ছাড়াও তাদের পছন্দের তালিকায় ‘কলম’ ও ‘মোবাইল ফোন’ অন্তর্ভুক্ত ছিল।

৯ জুলাই নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানান, ‘শাপলা’কে নির্বাচনী প্রতীক হিসেবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, অতীতে কিছু দল শাপলা প্রতীক চেয়েছিল, তবে দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও পতাকার সম্মান রক্ষার্থে আইন রয়েছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে কোনো আইন নেই। এসব বিষয় বিবেচনা করে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!