লিয়াজোঁ অফিস স্থাপন, ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগের পরামর্শ

** উচ্চ আদালতে ১০৫১ মামলায় এলটিইউর জড়িত রাজস্ব ১৮৯৯০ কোটি টাকা

** রেফারেন্স মামলায় সবচেয়ে বেশি ১৭,৩২৮ কোটি টাকার রাজস্ব জড়িত

জ্যেষ্ঠ প্রতিবেদক: উচ্চ আদালতে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) এর আওতাধীন ব্যক্তি-প্রতিষ্ঠানের ১০৫১টি মামলা চলমান। যাতে জড়িত রাজস্ব প্রায় ১৮ হাজার ৯৯০ কোটি টাকা। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধির জন্য বৃহৎ করদাতা ইউনিটের লিয়াজোঁ অফিস স্থাপন করার পরামর্শ দেয়া হয়েছে। শুধু এলটিইউ নয়, দেশের সব কর অঞ্চলে ব্যক্তি-প্রতিষ্ঠানের বিপুল পরিমাণ মামলা উচ্চ আদালতে চলমান রয়েছে। এসব মামলা দ্রুত নিষ্পত্তি করে রাজস্ব আদায় করতে আদালতের সঙ্গে সার্বক্ষনিক যোগাযোগ রাখতে প্রতিটি কর অঞ্চলে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগেরও পরামর্শ দেয়া হয়েছে।

01

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) এলটিইউ এর সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এই পরামর্শ দেয়া হয়। এলটিইউ এর আয়োজনে ‘উচ্চতর আদালতে আয়কর মামলা দাখিল নিষ্পত্তি ও করণীয়’-র্শীষক সভায় সভাপতিত্ব করেন এলটিইউ কমিশনার মো. ইকবাল বাহার। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআরের সদস্য (লিগ্যাল অ্যান্ড এনফোর্সমেন্ট) আহাম্মদ উল্যাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য (কর আপিল ও অব্যাহতি) ইকবাল হোসেন।

02

মতবিনিময় সভার শুরুতেই এলটিইউর সাংগঠনিক কাঠামো, রাজস্ব আদায় ও উচ্চতর আদালতে অনিষ্পন্ন মামলা পরিসংখ্যান বিষয়ে উপস্থাপনা ছিল। সভার মুখ্য আলোচক শেখ মোহাম্মদ মোরশেদ উচ্চতর আদালতে আয়কর সংক্রান্ত রেফারেন্স/রিট মামলা দাখিলের পদ্ধতি ও নিষ্পত্তি সংক্রান্ত কার্যক্রম এবং এ সংক্রান্ত বিষয়ে উদ্ভূত সমস্যা পারষ্পারিক সহযোগিতা ও সহজীকরণের ওপর জোর দেন।

412287551 3770712833185531 1463391956616234402 n

তিনি বলেন, উচ্চতর আদালতে রাজস্ব সংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য বিজ্ঞ অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধির জন্য বৃহৎ করদাতা ইউনিটের লিয়াজোঁ অফিস স্থাপন করা যেতে পারে। আলোচনায় উঠে আসে বৃহৎ করদাতা ইউনিটের আওতায় এক হাজারের বেশি মামলা জট ও হাজার হাজার কোটি টাকা রাজস্ব আটকে আছে। যার দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে কর কর্মকর্তারা মনে করেন। একই সঙ্গে বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ওপর গুরুত্বারোপ করেন তারা। আলোচনা শেষে বৃহৎ করদাতা ইউনিট এ কর্মরত অতিরিক্ত কর কমিশনার, যুগ্ম কর কমিশনার, উপকর কমিশনাররা উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

412428167 3770712889852192 2024383792773848437 n

উন্মুক্ত আলোচনা পর্বে বিভিন্ন প্রশ্নোত্তরের মাধ্যমে ‘উচ্চতর আদালতে আয়কর মামলা দাখিল নিষ্পত্তি ও করণীয়’ বিষয়ে কর্মকর্তারা সম্যক জ্ঞান লাভ করেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ভবিষ্যতে এ ধরনের মতবিনিময় সভা অব্যাহত রাখার অনুরোধ করেন এবং ২০৪১ সালে উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জাতীয় রাজস্ব আহরণ ত্বরান্বিত করতে এই মতবিনিময় সভা ফলপ্রসু ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এলটিইউ এর হিসাব অনুযায়ী, উচ্চ আদালতে ১০৫১টি মামলা বিচারাধীন রয়েছে। এতে জড়িত করের পরিমাণ ১৮ হাজার ৯৯০ কোটি ৫০ লাখ টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৮৭০টি রেফারেন্স মামলায় ১৭ হাজার ৩২৮ কোটি টাকার কর জড়িত। যার মধ্যে করদাতা কর্তৃক রেফারেন্স মামলা রয়েছে ৪৭৬টি। এর মধ্যে বিতর্কিত জড়িত রাজস্বের পরিমাণ ৮ হাজার ৭১৮ কোটি ৪৫ লাখ টাকা। কর বিভাগ কর্তৃক রেফারেন্স মামলার সংখ্যা ৩৯৪টি। যাতে বিতর্কিত জড়িত রাজস্বের পরিমাণ ৮ হাজার ৫৩৯ কোটি ৯০ লাখ। আর বিতর্কিত কর প্রত্যর্পণের পরিমাণ ৭০ কোটি ৩৯ লাখ টাকা। অপরদিকে, ১১৬টি রিট মামলা রয়েছে। যাতে বিতর্কিত জড়িত রাজস্বের পরিমাণ ৬১৬ কোটি ৩৩ লাখ টাকা ও বিতর্কিত কর প্রত্যর্পণের পরিমাণ ৯ কোটি ১৯ লাখ টাকা। আর ৬৫টি লিভ টু আপীল মামলায় জড়িত রাজস্বের পরিমাণ এক হাজার ৩৬ কোটি ২৪ লাখ টাকা।

***