যাত্রীর কোমরের বেল্টে মিলল দুই কোটি টাকার স্বর্ণ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ ফেরত এক যাত্রীর কোমরের বেল্টে লুকায়িত অবস্থায় ২৪টি স্বর্ণবার উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য দুই কোটি টাকা। বুধবার (৫ এপ্রিল) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতা কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এই স্বর্ণবার উদ্ধার করে। পরে যাত্রীকে আটক করা হয়। কাস্টমস গোয়েন্দার একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা ৭টায় সংযুক্ত আরব আমিরাতে শারজাহ হতে এয়ার এরাবিয়ার ফ্লাইট জি৯-৫২২ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ওই ফ্লাইটে আগত মোহাম্মদ আতিক উল্লাহ নামে এক যাত্রীর গতিবিধি সন্দেহ হয়। পরে ওই যাত্রীকে এনএসআই ও কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাকে বোর্ডিং ব্রিজ থেকে অনুসরণ করে ইমিগ্রেশন লাউঞ্জে আটক করে তল্লাশি করা হয়। এ সময় যাত্রীর কোমরে থাকা বেল্টের মধ্যে লুকায়িত অবস্থায় ২৪টি স্বর্ণবার পাওয়া যায়; যার ওজন প্রায় তিন কেজি। আনুমানিক মূল্য দুই কোটি এক লাখ ৬০ হাজার টাকা।

WhatsApp Image 2023 04 05 at 9.13.29 PM

কর্মকর্তারা আরো জানিয়েছেন, ওই যাত্রী কোমরে সুকৌশলে এই স্বর্ণবার লুকিয়ে পাচারের চেষ্টা করেছিলেন। এছাড়া ওই যাত্রীর কাছ থেকে আরো ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। যার মূল্য প্রায় ৮ লাখ ৫০ হাজার টাকা। ওই যাত্রীর বাড়ি হাটহাজারী এলাকায়। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পন্ন করে যাত্রীর বিরুদ্ধে পতেঙ্গা থানায় একটি ফৌজাদারি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

###

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!