বার্তা প্রতিবেদক: মৈত্রী ট্রেনে ভারতের নাগরিক ও বাংলাদেশি নাগরিক মিলে করে চোরাই কাপড় ও ইমিটেশন জুয়েলারি ব্যবসা। সেই ব্যবসায় বাগড়া দিলো কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযান চালিয়ে ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় থ্রি পিস ও জুয়েলারি ইমিটেশন আটক করা হয়েছে। শুক্রবার (২৪ জুন) কাস্টমস গোয়েন্দার একটি দল অভিযান চালিয়ে এসব পণ্য আটক করেন।
কাস্টমস গোয়েন্দার কর্মকর্তারা জানিয়েছেন, মৈত্রী ট্রেনে চোরাচালানের তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই ভিত্তিতে উপপরিচালক (ডিডি) সানজিদা খানমের তত্ত্বাবধানে কাস্টমস গোয়েন্দার একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ওই ট্রেনের যাত্রী ভারতীয় নাগরিক নুরুল হাসান খান ও বাংলাদেশি নাগরিক মো. কামরুল ইসলামের কাছ থেকে ১৬৬ পিস থ্রি পিস ও ৩৩ কেজি জুয়েলারি ইমিটেশনের গহনা জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় ৫ লাখ টাকা। এই বিষয়ে কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হয়েছে।
###