বিজনেস বার্তা প্রতিবেদক: শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। রোববার (১৫ মে) সন্ধ্যায় স্কয়ার হাসপাতালের কাস্টমার ম্যানেজার জাহাঙ্গীর আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মুজিবুল হক গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সর্দি-জ্বরে ভুগছেন। সঙ্গে ডায়াবেটিসের সমস্যাও রয়েছে ওনার। তবে বর্তমানে ওনার শারীরিক অবস্থা মোটামুটি ভালোর দিকে বলা হয়।’
তবে সাবেক এ মন্ত্রী কবে নাগাদ হাসপাতাল থেকে রিলিজ নিতে পারেন তা জানাতে পারেননি জাহাঙ্গীর আলম। এ বিষয়ে তিনি বলেন, ‘ওনি ঠিক কতদিন হাসপাতালে থাকবেন, তা চিকিৎসকরা বলতে পারবেন। যেহেতু এখন সুস্থ আছেন চাইলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তিনি হাসপাতাল ছাড়তেও পারেন।’