মহিলা যাত্রীর শরীরের মিলল এক কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক মহিলা যাত্রীর শরীর তল্লাশি করে প্রায় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে। শনিবার (৪ জুন) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা স্বর্ণসহ ওই যাত্রীকে আটক করেন। কাস্টমস গোয়েন্দার উপপরিচালক আহমেদুর রেজা চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশের বিজি-১৪৮ ফ্লাইটের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে-এমন তথ্য পায় কাস্টমস গোয়েন্দার মহাপরিচালক। এরই ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করা হয়। সকাল সাড়ে ১০টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করলে যাত্রীদের নজরদারিতে রাখা হয়।

সকাল সাড়ে ১১টার দিকে মোর্শেদা বেগম নামের যাত্রীকে সন্দেহ হয়। পরে কাস্টমস ব্যাগেজ কাউন্টারে এনে বিমানবন্দরে কর্মরত বিভিন্ন সংস্থার প্রতিনিধির উপস্থিতিতে নারী অফিসারদের মাধ্যমে তার দেহ তল্লাশি করা হয় । তল্লাশি করে তার শরীর থেকে কালো টেপে মোড়ানো ৯টি স্বর্ণবার পাওয়া যায়। প্রতিটি স্বর্ণবারের ওজন ১১৬ গ্রাম। স্বর্ণের বারগুলোর মোট ওজন ১ হাজার ৪৪ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ৭৩ লাখ ৮ হাজার টাকা। যাত্রীকে আটক করে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে।

###