‘ভুয়া’ আমদানিকারক ও বাজারজাতকারীর ‘সিল’ ব্যবহার করে বিভিন্ন পণ্য বিপণন করা হচ্ছে। এই অপরাধে মেহেরপুরের স্বপ্ন সুপারশপ গাংনী শাখাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (৯ অক্টোবর) দুপুরে মেহেরপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক সজল আহমেদ অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন।
সজল আহমেদ জানিয়েছেন, স্বপ্ন সুপারশপের গাংনী শাখার ব্যবস্থাপক মাহফুজুর রহমান নাভা ডিস্ট্রিবিউশন নামের ভুয়া আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানের (এমএন ট্রেডার্স) সিল ব্যবহার করে সাবান, চকলেট, বিস্কুট ও বডি স্প্রে বিপণন করে আসছিলেন। এ ঘটনায় সুপারশপটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেইসঙ্গে স্বপ্ন সুপারশপের সব শাখা থেকে ভুয়া সিল ব্যবহার করা মালামাল তুলে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযানের সময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারী ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক মশিউর রহমান ও জেলা পুলিশের একটি টিম।