ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধা জানিয়ে বিসিএস ট্যাকসেশন অ্যাসোসিয়েশন

  • নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বায়ান্নর ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন। বুধবার একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংগঠনের প্রতিনিধিরা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র জানিয়েছেন।
    বায়ান্নর ভাষা আন্দোলন বাঙালির প্রেরণার উৎস। পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ যে দেশের জনগণ ভাষার জন্য জীবন উৎসর্গ করেছে।
    বাঙালি জাতির জীবনে আজ এক গৌরবোজ্জ্বল দিন। আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
    ১৯৫২ সালে সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলার দাবিতে জীবন উৎসর্গ করেন সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ অনেকে। আজ সেই বীর শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছে পুরো জাতি। সর্বস্তরের মানুষের শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার।শ্রদ্ধার ফুলে ভরে গেছে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদি।
    সংগঠনের
    সভাপতি কর কমিশনার মো. লুৎফুল আজীম ও মহাসচিব অতিরিক্ত কর কমিশনার শেখ শামীম বুলবুল এর নেতৃত্বে সংগঠনের সদস্যরা শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় সংগঠনের অন্যান্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহীদ হওয়া প্রতিটি সদস্যের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
    সভাপতি মো. লুৎফুল আজীম শহীদদের শ্রদ্ধা জানিয়ে বলেন, রফিক, জব্বার, শফিউররা বুকের তাজা রক্ত দিয়েছেন বলে আমরা আজ মায়ের ভাষায় কথা বলতে পারছি। মায়ের ভাষার জন্য পৃথিবীর কম জাতিই রক্ত দিয়েছে। রক্তের বিনিময়ে পাওয়া এই ভাষার মর্যাদা রক্ষা করতে হবে। প্রজন্ম থেকে প্রজন্ম ভাষা শহীদদের স্মরণ করবেন। আজকের এই দিনে আমরা সকল ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।
    ****