বিসিএস কর একাডেমিতে দুই ব্যাচের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স

বিসিএস (কর) একাডেমিতে ৪০ ও ৪১তম ব্যাচের সহকারী কর কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) একাডেমি মিলনায়তনে এই সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান, এফসিএমএ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জিএম আবুল কালাম কায়কোবাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমির মহাপরিচালক রওনক আফরোজ। এছাড়া অনুষ্ঠানে এনবিআরের সদস্য, বিসিএস (ট্যাক্সেসন) অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, মহাসচিব সৈয়দ মহিদুল হাসান, একাডেমির পরিচালক হাফিজ আল আসাদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিএস (কর) একাডেমির যুগ্ম পরিচালক মো. গোলাম কিবরিয়া ও উপপরিচালক কাজী ফারজানা লীনা।

বিসিএক (কর) একাডেমির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার বিসিএস (কর) একাডেমিতে ৪০তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (২৭তম এএফসি) এর সনদ বিতরনী ও সমাপনী এবং ৪১তম বিসিএস ব্যাচের সহকারী কর কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স (২৮তম এএফসি) এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে জুলাই-আগস্ট অভ্যত্থানের শহীদদের শ্রদ্ধা জানিয়েছে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে ৪০তম বিসিএস ব্যাচের সহকারী কমিশনারদের বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে (২৭তম এএফসি) প্রথম স্থান অধিকার করেছেন মো. রিপন আলী, দ্বিতীয় স্থান অর্জন করেছেন রাখাল চন্দ্র শীল, ৩য় স্থান অধিকার করেছেন তানজিনা সুলতানা।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!