# মেলায় ই-রিটার্ন ও এ-চালানের বিশেষ সেবা বুথ রাখার নির্দেশ
বার্তা প্রতিবেদক: করদাতাদের বিশেষ কর সেবা দেয়ার প্রত্যয় নিয়ে শুরু হয়েছে মাসব্যাপী ‘আয়কর তথ্যসেবা মাস’। মঙ্গলবার (১ নভেম্বর) সকালে সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সম্মেলন কক্ষে এর উদ্বোধন করা হয়। এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এই সেবা মাসের উদ্বোধন করেন। এই করসেবা মাসে কর অঞ্চলগুলোতে আয়কর মেলার পরিবেশে করসেবা প্রদান করা হবে।
অটোমেশনের সঙ্গে যুক্ত সেবাগুলোতে অগ্রাধিকার দিতে কর কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, ‘কোন কর অঞ্চল যদি মনে করে যে তার যথেষ্ট জনবল আছে এবং কোন কোন জায়গায় বিশেষ বুথ স্থাপন করে করসেবাকে আরো সম্প্রসারিত করতে পারবেন, তাহলে এনবিআরের অনুমতি নিয়ে করতে পারবে। করসেবা মাসে প্রতিবছর কর্মকর্তা-কর্মচারীরা যেভাবে আন্তরিক থাকেন, এবারও সেভাবে আন্তরিক থাকবেন। অটোমেশনের সঙ্গে যেসব সেবা যুক্ত যেমন-ই-রিটার্ন সাবমিশনের যে একটি প্লার্টফর্ম রয়েছে, এ-চালান দেয়ার যে একটি সহজ ব্যবস্থা রয়েছে, সে বিষয়ে মেলায় বিশেষ সেবা বুথ যেন রাখা হয়। ই-রিটার্ন ও এ-চালান এর মাধ্যমে মানুষকে উদ্ধুদ্ধ করা যায়।’
এনবিআর চেয়ারম্যান বলেন, কর সংস্কৃতি বিকাশ, কর করদাতাদের আস্থা ও বিশ্বাস অর্জন করার লক্ষ্যে এনবিআরের আয়কর বিভাগ ২০২০ সালে প্রথমবারের মতো নভেম্বর মাসকে ‘আয়কর তথ্যসেবা মাস’ ঘোষণা করে। চিরায়ত সামাজিক জীবনের সঙ্গে যদি আয়কর আহরণের মতো জটিল বিষয়কে যুক্ত করে দেওয়া যায় তাহলে করদাতারা উৎসবের আমেজে আয়কর দেওয়ার সুযোগ পাবেন এবং এর মাধ্যমে কর সচেতনতাসহ রাজস্ব আহরণ উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাবে। যে কারণে আয়কর তথ্য-সেবা মাসে প্রতিটি কর অঞ্চলে মেলার আদলে করসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
মিনি করমেলায় যেসব সেবা দেয়া হবে, তা হলো-২০২২-২৩ করবর্ষের রিটার্ন গ্রহণ; প্রাপ্তিস্বীকারপত্র প্রদান; ই-পেমেন্ট (এ-চালান ও অন্যান্য); ই-রিটার্ন দাখিল-সংক্রান্ত পরামর্শ ও তথ্য প্রদান; ই-টিআইএন নিবন্ধন; আয়কর রিটার্ন ফর্ম, চালান, তথ্য সহায়িকা ও সিটিজেন চার্টার সরবরাহ; আয়কর-সম্পর্কিত পরামর্শ ও তথ্য প্রদান।
অনুষ্ঠানে বলা হয়, বৈশ্বিক মহামারি কভিড-১৯ পরিস্থিতিতে আয়কর মেলা আয়োজনের পরিবর্তে সকল কর অঞ্চলে বিগত বছরের ন্যায় মেলার পরিবেশে নভেম্বর মাসের ১ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত আয়কর রিটার্ন গ্রহণের জন্য সেবা প্রদান করা হবে। নভেম্বরের পুরো মাসজুড়ে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৩১টি কর অঞ্চলের ৬৪৯টি সার্কেলে ৩০ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন সময়ে নিরবচ্ছিন্নভাবে পাওয়া যাবে করসেবা।
অপরদিকে, সকালে সেগুনবাগিচায় কর অঞ্চল-১০, ঢাকায় প্রধান অতিথি হিসেবে আয়কর তথ্যসেবা মাস এর উদ্বোধন করেন এনবিআর সদস্য (আপীল ও অব্যাহতি) মাহবুবা হোসেইন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কর অঞ্চল-১০, ঢাকার কমিশনার মাহবুব রহমান। ফিতা কেটে ও বেলুন উড়িয়ে আয়কর তথ্য সেবার মাসের করেন তিনি। অনুষ্ঠানে তিনি বলেন, তথ্যসেবা মাস উপলক্ষে কর অঞ্চলগুলোতে করদাতাদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা করা হয়েছে। করদাতার নির্বিঘ্নে যাতে সেবা গ্রহণ করতে পারে সেজন্য এনবিআর সার্বক্ষনিক তদারকি করবে। প্রতিটি কর অঞ্চল সর্বোচ্চ সেবা দেয়ার চেষ্টা করবে। তিনি সকল করদাতাকে কর অঞ্চলের কর তথ্যসেবা কেন্দ্র থেকে সেবা নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কর অঞ্চল-১০ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
###