বাংলাদেশের ৪০০, শ্রীলঙ্কার ৫০০

ক্রীড়া প্রতিবেদক: অ্যাঞ্জেলো ম্যাথুজের অপরাজিত সেঞ্চুরিতে চট্টগ্রাম টেস্টের প্রথম দিন শেষে ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান করেছে শ্রীলঙ্কা। হাতে ৬ উইকেট নিয়ে ভালো অবস্থানে থেকে দ্বিতীয় দিন মাঠে নামবে সফরকারীরা। বাংলাদেশের স্পিন কোচ রঙ্গনা হেরাথ দিনশেষে সংবাদ সম্মেলনে জানিয়ে গেছেন, ৪০০ রানের মধ্যে লঙ্কানদের আটকাতে চান তার। যদিও লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস জানিয়েছেন, তাদের লক্ষ্য ৫০০ রান। রোববার (১৫ মে) সংবাদ সম্মেলনে এসে দ্বিতীয় দিনের পরিকল্পনা জানাতে গিয়ে বাংলাদেশের স্পিন কোচ হেরাথ বলেছেন, ‘তারা ৪ উইকেট হারিয়ে ২৫৮ রান তুলেছে। আগামীকাল (সোমাবার) সকালে আমাদের দ্রুত ২ উইকেট দরকার। আমরা চাই তাদেরকে ৪০০ রানের মধ্যে আটকে রাখতে। সুতরাং (দ্বিতীয় দিনে) আমাদের ১২০ থেকে ১৩০ রানের মধ্যে লঙ্কানদের অলআউট করতে হবে।’

এদিকে লঙ্কান ব্যাটার কুশল মেন্ডিস সংবাদ সম্মেলনে এসে বলেছেন, ‘আমরা ২৫৮ রান নিয়ে প্রথম দিন শেষ করেছি। আমি মনে করি, এই পিচে ৫০০ রান ভালো স্কোর। আমাদের লক্ষ্য এটাই।’ দিনশেষে বাংলাদেশের স্পিন কোচ দুই দলকেই ‘সমানে সমান’ ঘোষণা করলেন, ‘দিনশেষে দুই দলের পারফরম্যান্স সমান সমান। তবে কিছু কৃতিত্ব ম্যাথুজকে দিতেই হবে, সে দারুণ সেঞ্চুরি করেছে। এছাড়া তারা ভালো ব্যাটিং করেছে, আমরা ভালো বোলিং করেছি।’ লঙ্কানদের অলআউট করা সম্ভব কিনা এমন প্রশ্নে হেরাথ বলেছেন, ‘আমি সবসময় বিশ্বাস করি টেস্ট ক্রিকেটে ৫ বোলার নিয়ে নামলে ২০ উইকেট নেওয়া সম্ভব। এটা আমাদের বোলারদের বিশ্রাম নিতে সহায়তা করে। ফলে প্রত্যাশিত সাফল্য পাওয়া সম্ভব হয়।’

এমনিতেই চট্টগ্রামের উইকেট ব্যাটিং বান্ধব হলেও স্পিনারদের বাড়তি সুবিধা থাকে। প্রথম দিনেই তার প্রমাণ। বাংলাদেশের তিন স্পিনার সাকিব-তাইজুল-নাঈম লঙ্কানদের ৪ উইকেট তুলে নিয়েছেন। বাংলাদেশের ব্যাটারদের জন্যও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে বলে মনে করছেন হেরাথ, ‘লঙ্কান দলে ভালো স্পিনার রয়েছে। রমেশ মেন্ডিস, লাসিথ এম্বুলদেনিয়া ও ধনঞ্জয়া ডি সিলভাদের নিয়ে ভালো স্পিন আক্রমণ। কাল (সোমবার) ও তৃতীয় দিন (মঙ্গলবার) আমাদের ব্যাটারদের অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।’

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!