প্রেম ইজাজুর রহমান মিলন

প্রেম
ইজাজুর রহমান মিলন

কেউ ছিলোনা মনের কোণে
প্রেম জাগেনি তাই,
স্বপ্ন হয়ে কে এলো আজ-
মনের আঙিনায়?
মন পেয়ালায় প্রেমের সুধা-
কে করেছে দান?
অচেতন মনের ভাবনাগুলো
প্রেমের আহ্বান।
ও কিশোরী লাজুক মেয়ে
ঝুঁটবাধা তার চুল,
ইচ্ছে করে পড়িয়ে দিতে
সব দোপাটি ফুল।
ফুলে ফুলে সাজিয়ে তারে
লতাপাতার ঘরে,
ইচ্ছে করে আপন করে
রাখি জনম ভরে।
হাল না ছেড়ে,পাল তুলে দিই
প্রেমের ডিঙি নাওয়ে,
এক পলকে দু’জন যাব
যেদিক দু’চোখ যায়।
আমরা দু’জন প্রেমের আসর
জমাই হিজল তলে,
মরে গেলেও অমর সে প্রেম
জ্যোৎস্না হয়ে জ্বলে।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!