দুদক চেয়ারম্যানসহ পুরো কমিশনের পদত্যাগ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ পদত্যাগ করেছেন। এছাড়া দুদক কমিশনার জহুরুল হক ও আছিয়া খাতুনও পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুদকের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, তারা পদত্যাগপত্র রেখে দুপুর আড়াইটায় দুদকের প্রধান কার্যালয় ত্যাগ করেন। এ বিষয়ে মোবাইল ফোনে মঈনউদ্দীন আব্দুল্লাহর কাছে জানতে চাইলে তিনি বলেন, কিছুক্ষণ আগে পদত্যাগ করেছি।

সূত্র জানায়, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মইউদ্দীন আব্দুল্লাহ ও তার দুই কমিশনার। পদত্যাগ করার আগে আজ সকালে পুরো কমিশন অফিস করে তাদের দাপ্তরিক কাজ করেন। আজ দুদক সংস্কার কমিশনের সঙ্গে বৈঠক করার কথা ছিল। বেলা ১টার দিকে সংস্কার কমিশন বৈঠক স্থগিত করার খবর আসে।

মূলত এর পরপরই পদত্যাগ করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন। তারা বলেন, চেয়ারম্যান ও দুই কমিশনার তাদের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়ে অনেকটা নীরবে দুদক কার্যালয় ত্যাগ করেন। এ সময়ে সচিব খোরশেদা ইয়াসমিন তাদের এগিয়ে দেন। আজ বিকাল সাড়ে তিনটায় দুর্নীতি দমন কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিতে আসার কথা ছিল দুদক সংস্কার কমিশনের।

২০২১ সালের ৩ মার্চ রাষ্ট্রপতির আদেশক্রমে সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর নিয়োগের গেজেটে সই করেন। তিনি ইকবাল মাহমুদের স্থলাভিষিক্ত হন। ওই সময়ে তার সঙ্গে জহুরুল হককে কমিশনার তদন্ত হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর দেড় বছর পর আছিয়া খাতুনকে ক‌মিশনার (অনুসন্ধান) মোজাম্মেল হক খানের স্থানে নিয়োগ দেওয়া হয়।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!