‘ইকোনমি চ্যালেঞ্জে থাকলে রাজস্ব আদায় চ্যালেঞ্জে থাকে’

বার্তা প্রতিবেদক: ইকোনমি চ্যালেঞ্জে থাকলে রাজস্ব আদায় চ্যালেঞ্জে থাকে বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। বুধবার (২৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে দুই দিনব্যাপী (২৩-২৪ নভেম্বর) অনুষ্ঠিত আয়কর রিটার্ন গ্রহণ ও তথ্যসেবা বুথের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। কর অঞ্চল-১১ এর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ও বিজনেস স্টাডিজ অনুষদ এর আয়োজন করেছে। বেলুন উড়িয়ে ও ফিতা কেটে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Zone 11 01

উদ্বোধন শেষে চেয়ারম্যান সেবা বুথসমূহ পরিদর্শন করেন এবং করদাতাদেরকে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ করদাতাদেরকে ‘এ-চালান’ এর মাধ্যমে কর পরিশোধ ও ই-রিটার্ন, ই-পেমেন্ট সেবা বুথ হতে করদাতাদেরকে কিভাবে ই-রিটার্ন তৈরি করে ই-পেমেন্ট করা যায় তার নির্দেশনা প্রদান করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যান বলেন, ‘রাজস্ব আদায় এখন পর্যন্ত গড়ে ১৬% রয়েছে। আশা করি অর্থবছর শেষে আমরা একটা ভালো প্রবৃদ্ধি অর্জন করতে পারবো। বর্তমানে পুরো ইকোনমি একটা চ্যালেঞ্জের মধ্যে রয়েছে। যখন ইকোনমি চ্যালেঞ্জের মধ্যে থাকে, তখন রাজস্ব আদায় চ্যালেঞ্জে থাকে।’

Zone 11 05

উপ উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, ‘অন্যান্য প্রতিষ্ঠানগুলো এবং ব্যক্তি পর্যায়েও যারা রয়েছেন, সেজন্য আমাদের এই আয়োজন।’ শিক্ষক সমিতিকে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘তারা যেন সবাইকে চিঠি দিয়ে জানিয়ে দেয়, যাতে সবাই এখান থেকে কর সেবা নেয়।’

Zone 11 04

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তার, সদস্য সদস্য (আন্তর্জাতিক কর) মো. আব্দুল মজিদ, কর অঞ্চল-১১ এর কমিশনার স্বপন কুমার রায়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সদস্য ও বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

Zone 11 06

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!