আজ রহমত রহমানের জন্মদিন
লাইফ স্টাইল ডেস্ক : আজ ১২ই জানুয়ারি ২০২৪। আজকের এই দিনে জন্মগ্রহণ করেছিলেন সাংবাদিক রহমত রহমান। পুরো নাম মুহাম্মদ রহমত উল্যাহ, ডাকনাম রহমান। নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের দক্ষিণ জগদানন্দ গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে রহমত রহমান জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মরহুম সফি উল্যাহ ও মাতা মরহুম আজিমা খাতুন। সংসার জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।
সাংবাদিক রহমত রহমান বর্তমানে দেশের প্রথম অর্থনীতি বিষয়ক সংবাদপত্র ‘দৈনিক শেয়ার বিজ’ এর প্রধান প্রতিবেদক হিসেবে কর্মরত রয়েছেন। আয়কর, ভ্যাট ও শুল্ক তথ্য রাজস্ব সংক্রান্ত সংবাদ সংগ্রহ ও কাভার করেন এই সাংবাদিক। সাংবাদিকতা ছাড়া তিনি আয়কর, ভ্যাট ও শুল্ক সংক্রান্ত কনসালটেসি ফার্ম ‘রেভিনিউ সল্যুয়েশন’ এর উপদেষ্টা।
গ্রামেই তাঁর বেড়ে উঠা। ধানসিঁড়ি ইউনিয়নের ‘দক্ষিণ জগদানন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়’ থেকে তিনি প্রাথমিকের পাঠ নেন। এরপর একই ইউনিয়নের হাজী ইদ্রিছ উচ্চ বিদ্যালয় ৮ম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। এরপর ভর্তি হন কবিরহাট উপজেলার স্বনামধন্য কবিরহাট উচ্চবিদ্যালয়ে। বর্তমানে সরকারি হওয়া এই বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি পাস করেন। এরপর কবিরহাট সরকারি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। নোয়াখালী সরকারি কলেজ থেকে রসায়নে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী নেন। এছাড়া ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করেন তিনি।
অনার্স দ্বিতীয় বর্ষে থাকার সময় সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন। অনেকটা শখের বশে সংবাদপত্রে লেখা শুরু করেন। এক সময় যুক্ত হন দেশের সবচেয়ে বড় অনলাইন পত্রিকা বাংলানিউজটোয়েন্টিফোর ডট কম-এর সঙ্গে। অনার্স শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট হিসেবে ডাক পান ঢাকায়। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ সোয়া চার বছর বাংলানিউজে কাজ করেছেন। এরপর কিছু সময় অনলাইন অর্থসূচক। শেষে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দেন দেশের প্রথম অর্থনীতি বিষয়ক পত্রিকা দৈনিক শেয়ার বিজে। বর্তমানে শেয়ার বিজ পত্রিকায় তিনি প্রধান প্রতিবেদক। প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসা এই গুণী প্রতিবেদক দীর্ঘ সময় ধরে রাজস্ব নিয়ে রিপোর্টার করে যাচ্ছেন। ইতোমধ্যে কয়েকটি পুরস্কারও পেয়েছেন।
নিজের জন্মদিনে এই সাংবাদিক তাঁর প্রয়াত পিতা মরহুম সফি উল্যাহ ও মাতা মরহুমা আজিমা খাতুন এর জন্য সবার কাছে দোয়া প্রার্থী। ঘাত প্রতিঘাত পেরিয়ে ক্যারিয়ার গড়া এই গুণী মানুষের জন্য জন্মদিনে “বিজনেস বার্তা” পরিবারের পক্ষ থেকে ভালোবাসা ও শুভ কামনা নিরন্তর।