২৫তম বিসিএস ফোরামের সভাপতি নেয়ামুল সাধারণ সম্পাদক শহীদুল

নিজস্ব প্রতিবেদক: ২০২৪-২০২৫ সালের দুই বছর মেয়াদে ৩৫ সদস্য নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন অতিরিক্ত কমিশনার (কাস্টমস এন্ড ভ্যাট) ও প্রথম সচিব জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ড. মো. নেয়ামুল ইসলাম। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে উপ-পুলিশ কমিশনার ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মো. শহীদুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি উপ সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয় আবু হাসনাত মো. মইনউদ্দিন; সহ সভাপতি-১ ডিসি উত্তরা ডিএমপি মো. শাহজান; সহ সভাপতি-২ উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মো. শহীদুল ইসলাম; যুগ্ম সাধারণ সম্পাদক-১ উপ-মহাব্যবস্থাপক টেলিকম খান মোহাম্মদ কায়সার; যুগ্ম সাধারণ সম্পাদক-২ সহযোগী অধ্যাপক ঢাকা মেডিকেল কলেজ ডা. মোহাম্মদ সাইফুদ্দিন; সাংগঠনিক সম্পাদক বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান; কোষাধ্যক্ষ যুগ্ম নিবন্ধক ও পিডি, সমবায় অধিদপ্তর তোফায়েল আহম্মেদ; দপ্তর সম্পাদক উপ-প্রকল্প পরিচালক, মৎস্য অধিদপ্তর মো. মামুন অর রশিদ চৌধুরী; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ ডা. আবু মাসুদ আল মামুন; ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধিনায়ক, ২৪ আনসার ব্যাটালিয়ান মুহাম্মদ মেহেদী হাসান; সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক তোলারাম কলেজ মোহাম্মদ মজিবুর রহমান; প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক কন্ট্রোলার, বাংলাদেশ টেলিভিশন মো. মাহফুজার রহমান; আইন বিষয়ক সম্পাদক উপসচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ আজিজুল ইসলাম; তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পরিচালক, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মো. রফিকুল ইসলাম; আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিনিস্টার, বাংলাদেশ দূতাবাস ডেনমার্ক মুহাম্মদ সাকিব সাদাকাত; উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রাণিসম্পদ কর্মকর্তা, জাতীয় চিড়িয়াখানা গোলাম আজম।

নির্বাহী সদস্যরা হলেন, ডিসি ডিবি, ডিএমপি মো. আঃ আহাদ; পুলিশ সুপার নারায়নগঞ্জ গোলাম মোস্তফা রাসেল; ডেপুটি পোষ্ট মাষ্টার জেনারেল, ঢাকা শরিফ লতিফ; উপসচিব, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় দুর রে শাহওয়াজ; উপসচিব, বাণিজ্য মন্ত্রণালয় মোহাম্মদ মশিউর রহমান; প্রোগ্রাম ম্যানেজার, এনপিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর ডা. মো. শহিদুল ইসলাম; উপসচিব, পরিকল্পনা মন্ত্রণালয় মো. মোস্তাফিজুর রহমান; নির্বাহী প্রকৌশলী, সড়ক বিভাগ, মুন্সিগঞ্জ দেওয়ান আবুল কাশেম মোহাম্মদ নাহীন রেজা; সহযোগী অধ্যাপক, সরকারি বড়হামগঞ্জ কলেজ মোহাম্মদ নাজমুল হাসান; সিএএফ, সমাজকল্যাণ মন্ত্রণালয় নজরুল ইসলাম মজুমদার; যুগ্ম কর কমিশনার, কর অঞ্চল-৫ মো. জাফর ইমাম; উপপরিচালক ও প্রকল্প পরিচালক, খামারবাড়ী মো. সালাহ উদ্দীন সরদার; আঞ্চলিক প্রকৌশলী, বাংলাদেশ বেতার তাপস কান্তি তালুকদার; সহকারী অধ্যাপক, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ডা. শরীফ মোহাম্মদ ওয়াসিম উদ্দিন; সহযোগী অধ্যাপক, ঢাকা ডেন্টাল কলেজ ডা. মুহাম্মদ মোস্তাফিজুর রহমান; সহকারী অধ্যাপক এনআইসিভিডি ডা. সিএম কুদরত ই খুদা; আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রণক, চট্টগ্রাম এসএস কায়ছার আলী।

***