দেশের বিভিন্ন জেলায় বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল। ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগে বন্যার্তদের মাঝে শুকনো খাবার ও বোতলজাত পানি সরবরাহ করা হচ্ছে। ত্রাণ বিতরনের অংশ হিসেবে প্রথম ধাপে শুক্রবার ফেনী ও কুমিল্লা জেলার ৪০০০ পরিবারের মাঝে স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর সহায়তায় ত্রাণ প্রদান করা হয়।
প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (বিপণন) কামরুজ্জামান কামাল বলেন, প্রবল বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ বিভিন্ন অঞ্চল। তাৎক্ষণিক এসব অঞ্চলের মানুষদের সহযোগিতা করতে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি প্রদানের উদ্যোগ গ্রহন করি।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। এছাড়া বন্যা কবলিত প্রায় সব জেলায় ত্রাণ বিতরণের ব্যবস্থা করছি। বন্যার্তদের মধ্য থেকে সহায়তা পেতে প্রাণ-আরএফএল গ্রুপের কল সেন্টার নম্বর ০৮০০-৭৭৭৭৭৭৭ এবং সামাজিক যোগাযোগ মাধ্যম https://www.facebook.com/pranrflbd এর মাধ্যমে আমাদের জানালে তাদেরকে দ্রম্নত সময়ের মধ্যে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে দেশের যেকোন দুর্যোগে যেন তাৎক্ষণিক মানুষকে সহায়তা করা যায় সে লক্ষ্যে ২০২০ সালে ‘পাশে আছি বাংলাদেশ’ কর্মসূচির উদ্যোগ নেয় প্রাণ-আরএফএল গ্রুপ। এরই ধারাবাহিকতায় করোনা, বন্যাসহ নানা দুর্যোগে মানুষের পাশে দাঁড়িয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।