বিএপিআই-এর কোষাধ্যক্ষ এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, এয়ারপোর্টের কার্গোতে অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে, তা উদ্বেগজনক হলেও আপাতত আমাদের উৎপাদন ও প্রস্তুত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে দ্বিতীয় ধাপে কাঁচামাল আনতে সমস্যা দেখা দিলে উৎপাদনে প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, ওষুধের কাঁচামাল অত্যন্ত সংবেদনশীল। সামান্য আর্দ্রতা বা অতিরিক্ত গরমে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, বিমানবন্দরে কাঁচামাল পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের ব্যবস্থা করা হোক। এতে একদিকে ক্ষতির ঝুঁকি কমবে, অন্যদিকে উৎপাদনও নির্বিঘ্ন চলবে।
বিএপিআই-এর তালিকা অনুযায়ী, হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্ষতি সর্বাধিক, প্রায় ২৫ কোটি টাকা। এরপর রয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৫.৪৮ কোটি, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি’র ১২.৫৯ কোটি, রেনাটা পিএলসি’র ১২.৬৫ কোটি এবং এসিএমই ল্যাবরেটরিজ লিমিটেডের ১২ কোটি টাকা ক্ষতি।
বিএপিআই-এর কোষাধ্যক্ষ এবং হেলথকেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সিইও মুহাম্মদ হালিমুজ্জামান বলেন, এয়ারপোর্টের কার্গোতে অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে, তা উদ্বেগজনক হলেও আপাতত আমাদের উৎপাদন ও প্রস্তুত কার্যক্রমে বড় ধরনের প্রভাব পড়বে না। তবে দ্বিতীয় ধাপে কাঁচামাল আনতে সমস্যা দেখা দিলে উৎপাদনে প্রভাব পড়তে পারে। তিনি আরও বলেন, ওষুধের কাঁচামাল অত্যন্ত সংবেদনশীল। সামান্য আর্দ্রতা বা অতিরিক্ত গরমে এগুলো নষ্ট হয়ে যেতে পারে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি, বিমানবন্দরে কাঁচামাল পৌঁছানোর সঙ্গে সঙ্গে দ্রুত খালাসের ব্যবস্থা করা হোক। এতে একদিকে ক্ষতির ঝুঁকি কমবে, অন্যদিকে উৎপাদনও নির্বিঘ্ন চলবে।
এছাড়া জিস্কা ফার্মাসিউটিক্যালস লিমিটেড (৮ কোটি), বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড (৭ কোটি), অপসোনিন ফার্মা লিমিটেড (৭ কোটি) এবং ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস (৪ কোটি টাকা) ক্ষতির কথা জানিয়েছে। তালিকায় আরও রয়েছে ডেল্টা ফার্মা, অ্যারিস্টোফার্মা, পপুলার ফার্মাসিউটিক্যালস, বিকন ফার্মা, নোভাটেক ফার্মা, নুভিস্টা ফার্মা ও এস্কায়েফ ফার্মাসিউটিক্যালস; যাদের ক্ষতির পরিমাণ কয়েক লাখ থেকে কয়েক কোটি টাকার মধ্যে।
উল্লেখ্য, ১৮ অক্টোবর (শনিবার) দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ (আমদানি কমপ্লেক্স) ও এর আশপাশে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ঐদিন রাত পৌনে নয়টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বলে জানানো হয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে।
** পণ্য খালাসে ফেরেনি শৃঙ্খলা, ভোগান্তিতে ব্যবসায়ীরা
** কাস্টম হাউসে ৩ শিফটে ২৪ ঘন্টা পণ্য খালাসের নির্দেশ
** পুড়ে যাওয়া পণ্যের শুল্ক ফেরত দেবে এনবিআর
** ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত
** অগ্নিকাণ্ডে ১২ হাজার কোটি টাকার ক্ষতি: ইএবি
** কার্গো গুদামে ছিল মেয়াদোত্তীর্ণ রাসায়নিক পদার্থ
** ২০০ কোটি টাকার ওষুধের কাঁচামাল পুড়েছে
** ক্ষতির পরিমাণ ছাড়াতে পারে হাজার কোটি টাকা
** আগামী ৩ দিন ‘নন শিডিউলড’ ফ্লাইটের খরচ মওকুফ
** অগ্নিকাণ্ডের ক্ষতি নিরূপণে ৫ সদস্যের কমিটি গঠন
** শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন
** ক্ষতির পরিমাণ ১০০ কোটি টাকার বেশি: বিজিএমইএ

