জন্মদিনে না ফেরার দেশে সহকারী রাজস্ব কর্মকর্তা

বার্তা প্রতিবেদক: পিরোজপুরের বেকুটিয়ায় ফেরির পন্টুন থেকে কঁচা নদীতে পড়ে নিখোঁজ সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও)আবদুল্লাহ হিল কাফির লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের প্রায় ৪০ ঘণ্টা পর শনিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে পিরোজপুরের গাজীপুরা এলাকায় ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাতে তিনি নদীতে পড়ে যান। ওই দিন এই কর্মকর্তার জন্মদিন ছিলো। কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান ও গোয়েন্দা সংস্থার একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

305123202 10225487138276749 1054238634843136413 n

তারা জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেলে আবদুল্লাহ হিল কাফী সাতক্ষীরা থেকে প্রাইভেট কারে বরিশাল নগরীতে খালার বাড়িতে যাচ্ছিলেন। তাঁর স্ত্রী ও ছেলে ওই বাড়িতে ছিলেন। ওই দিন রাতে পরিবারের সঙ্গে জন্মদিন উদ্‌যাপনের কথা ছিল তাঁর। রাত সাড়ে আটটার দিকে পিরোজপুর সদর উপজেলার বেকুটিয়া ঘাটের কুমিরমারা প্রান্তে প্রাইভেট কারটি ফেরিতে ওঠার পর চালক শৌচাগারে যান। এ সময় কাফী গাড়ি থেকে নেমে ফেরির পন্টুনে যান। এরপর মুঠোফোনে কথা বলতে বলতে অসাবধানতাবশত পন্টুনের কিনারায় গিয়ে তিনি কঁচা নদীতে পড়ে নিখোঁজ হন। প্রবল স্রোতের কারণে স্থানীয়দের পক্ষে তাৎক্ষণিক উদ্ধারের চেষ্টা চালানো সম্ভব হয়নি। পরে সন্ধানে নদীতে তল্লাশি করে ফায়ার সার্ভিস কর্মী ও ডুবুরি দল। কিন্তু তার লাশ পাওয়া যায়নি।

WhatsApp Image 2022 09 03 at 1.02.07 PM

আবদুল্লাহ হিল কাফির সহকর্মীরা জানিয়েছেন, কাফি সাতক্ষীরা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট সার্কেল-২ কর্মরত রয়েছেন। শুক্রবার তার জন্মদিন ছিলো। বৃহস্পতিবার বিকেলে অফিস শেষে পরিবারের সদস্যদের নিয়ে বরিশাল যাচ্ছেন তিনি। পিরোজপুরের বেকুটিয়া ফেরিঘাটে একটি ফেরিতে তার গাড়ি তোলা হয়। ফেরিঘাটের কুমিরমারা প্রান্তে একটি রিজার্ভ ফেরিতে মোবাইলে কথা বলার সময় হাটাহাটি করছেন তিনি। এসময় অসাবধানতাবশত পা পিছলে নদীতে পড়ে যায়। সে সময় নদীতে প্রচুর স্রোত ছিলো। বিষয়টি সঙ্গে সঙ্গেই পিরোজপুর পুলিশ ও ফায়ার সার্ভিসকে অবহিত করা হলে তারা উদ্ধার অভিযান পরিচালনা করেন।

Kafi Photo

তারা আরো জানিয়েছেন, আবদুল্লাহ হিল কাফি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেওলা ইউনিয়নের চরটিকিয়া গ্রামের মৃত কেফায়েত উল্লাহর ছেলে। বিবাহিত জীবনে তার সাত বছরের এক ছেলে রয়েছে। তিনি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও অস্ট্রেলিয়ার মোনাস ইউনিভার্সিটি থেকে এমবিএ করেছেন। এআরও কাফি ২০১৪ সালে পিএসসির মাধ্যমে কাস্টমস সার্ভিসে যোগদান করেন। তাঁর বাবা কেফায়েত উল্লাহ ও চাচা মহসীন উভয়ই কাস্টমস বিভাগে ইন্সপেক্টর হিসেবে চাকরি করে সহকারী কমিশনার পদ থেকে অবসর নিয়েছেন। দুজনই মারা গেছেন।

304858190 10228839181113140 4037282340892382238 n

অপরদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফির মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো: রহমাতুল মুনিম। এনবিআরের সংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন সই করা শোক বার্তায় বার্তায় তিনি মেধাবী এই কর্মকর্তার মৃত্যুতে ব্যক্তিগতভাবে ব্যথিত ও মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি তিনি এনবিআরের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

অপরদিকে, সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল্লাহ হিল কাফির মৃত্যুতে গভীর শোক জানিয়েছে বাংলাদেশ কাস্টমস, এক্সাইজ অ্যান্ড ভ্যাট এক্সিকিউটিভ অফিসার্স অ্যাসোসিয়েশন (বাকাএভ)। বাকাএভ সভাপতি খন্দকার লুৎফল আজম, মহাসচিব মো. মাহবুব মোর্শেদ ও কার্যকরী মহাসচিব মো. মজিবুর রহমান এক শোক বার্তায় মেধাবী এই কর্মকর্তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি এই কর্মকর্তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, সন্তান-সন্ততিসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক বার্তায় আরো বলা হয়, এই কর্মকর্তার মৃত্যুতে আগামীকাল (রোববার) শোকের বহিঃপ্রকাশ হিসেবে তার সহকর্মীরা কালো ব্যাজ ধারন করবেন। একইসঙ্গে সংগঠনের পক্ষ থেকে মরহুম সহকর্মীর পরিবারের পাশে থাকার ঘোষণা দেয়া হয়েছে।

আরো পড়ুন-*ফেরি থেকে পড়ে ‘সহকারী রাজস্ব কর্মকর্তা’ নিখোঁজ

###