Header – Before
Header – After

৩০ অক্টোবরের মধ্যে অতিরিক্ত সিম বাতিল করতে হবে

বিটিআরসি

কোনো ব্যক্তির নামে সর্বোচ্চ ১০টি মোবাইল সিম রাখার সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর বেশি সিম থাকলে অতিরিক্তগুলো আগামী ৩০ অক্টোবরের মধ্যে বাতিল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে বাতিল না করলে কমিশন নিজ উদ্যোগে সেগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেবে। সোমবার (১৩ অক্টোবর) বিটিআরসির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যেক গ্রাহক নিজের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পছন্দমতো সর্বোচ্চ ১০টি সিম রাখার সুযোগ পাবেন। অতিরিক্ত সিমকার্ডগুলো ৩০ অক্টোবর ২০২৫-এর মধ্যে সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার থেকে ডি-রেজিস্টার (নিবন্ধন বাতিল) বা মালিকানা পরিবর্তন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কমিশন দৈবচয়নভিত্তিকভাবে অতিরিক্ত সিমগুলোর নিবন্ধন স্বয়ংক্রিয়ভাবে বাতিল করবে। গ্রাহকরা *16001# নম্বরে এনআইডির শেষ চারটি সংখ্যা পাঠিয়ে নিজেদের নামে নিবন্ধিত সিমের সংখ্যা জানতে পারবেন। বিটিআরসির এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার, নকল সিমের ব্যবহার রোধ এবং ডিজিটাল পরিচয়ের স্বচ্ছতা নিশ্চিত করা। বর্তমানে নিবন্ধিত সিমের সংখ্যা ১৮ কোটি ৮৬ লাখ ৪০ হাজার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!