Header – Before
Header – After

স্ত্রীসহ সাবেক মন্ত্রী রেজাউল করিমের আয়কর নথি জব্দ

সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এবং তার স্ত্রী ফিরোজা পারভীনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি আবেদনের প্রেক্ষিতে সোমবার (৩ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক তানজিল আহমেদ।

রেজাউল করিমের আয়কর নথি জব্দের আবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি সরকারি ক্ষমতার অপব্যবহার করে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৭ কোটি ৯৬ লাখ টাকার সম্পদ অর্জন ও দখলে রেখেছেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি তার নামে ১২টি ব্যাংক হিসাবে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে প্রাপ্ত ৬ কোটি ৮৪ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের বিষয়টিও তদন্তাধীন। অভিযোগে আরও বলা হয়েছে, এসব অর্থ ও সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করতে তিনি বিভিন্ন হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তরের মাধ্যমে অসংখ্য সন্দেহজনক লেনদেন করেছেন।

অপর আবেদনে বলা হয়, ফিরোজা পারভীন তার স্বামী শ. ম. রেজাউল করিমের সহায়তায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৪ কোটি ৬ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অভিযোগে তদন্ত চলছে। মামলাগুলোর সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশ ও এ্যাসেসমেন্ট প্রতিবেদন (যদি থাকে) এবং নোটসিটসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি এবং অফিস আদেশের অংশ সংগ্রহপূর্বক পর্যালোচনা করা একান্ত প্রয়োজন বলে জানানো হয় আবেদনগুলোতে।

** কালো টাকা সাদা করেছেন মন্ত্রী রেজাউল
** রেজাউল করিম ও স্ত্রীর ১২ কোটি টাকার অবৈধ সম্পদ

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!