Header – Before
Header – After

সীমানা নিয়ে আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করবে ইসি

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে চলমান বিক্ষোভ ও বিরোধে আদালতের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। তিনি আরও বলেন, কেউ প্রবাস থেকে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে ফিরে এলে আর ভোট দিতে পারবেন না। নিবন্ধনের জন্য অ্যাপ কবে চালু হবে, সে বিষয়ে পরে জানানো হবে।

ইসি সচিব বলেন, নির্বাচন নিয়ে ২২ সেপ্টেম্বর ইইউ প্রতিনিধি দল আসবেন। দল নিবন্ধনের ২২ দলের তদন্ত শেষ। আগামী রোববার বা সোমবার নাগাদ ইসি মিটিংয়ে তুলে জানাবো। তিনি বলেন, সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে। ৩১ অক্টোবর পর্যন্ত যাদের ১৮ বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে।

সীমানা নিয়ে বিরোধ, বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন, ১৮টি রিট হয়রছে। আদালতের প্রতি আমরা আস্থাশীল। কাজেই সেখান থেকে নির্দেশনা আসুক সে পর্যন্ত অপেক্ষা করি। আগামী কমিশন বৈঠকে পর্যবেক্ষকদের বিষয় তোলা হবে।

সীমানা নির্ধারণ নিয়ে আন্দোলনের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভাঙচুর যেকোনো পরিস্থিতিতেই অনাকাঙ্ক্ষিত। এ বিষয়ে মামলা আদালতে গিয়েছে, আর আদালতের রায়ই কমিশনের জন্য বাধ্যতামূলক হবে। তিনি আরও উল্লেখ করেন, আইনের সাত ধারায় বলা আছে এ ধরনের মামলা গ্রহণযোগ্য নয়। তবে রিট করা একটি মৌলিক অধিকার।

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!