গুলশান-২ এর ১০৪ নম্বর সড়কের ২৭/বি তে অবস্থিত ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের মামলায় সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাবেক সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন নির্ধারণ করেছেন আদালত। ঢাকার বিশেষ জজ ৯ নং আদালতের বিচারক কবির হোসেন প্রামাণিক এ দিন ধার্য করেছেন।
এ বিষয়ে আদালতের বেঞ্চ সহকারী সাইফুল ইসলাম মিঠু গণমাধ্যমকে জানিয়েছেন, গত ৩০ জুলাই আদালতে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিলো। কিন্তু ওই দিন কারাগার থেকে আসামিদের আদালতে হাজির না করায় বিচারক অভিযোগ গঠনের জন্য ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেন। এ ছাড়া এ মামলায় সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হককে জামিন দিয়েছেন আদালত।
বেঞ্চ সহকারী বলেন, এ মামলায় জামিন পাওয়া অন্যরা হলেন-প্রকৌশলী আজিজুল হক, মো.হাবিব উল্লাহ, আজহারুল ইসলাম ও ইফফাত। এর আগে গত ৩১ ডিসেম্বর ঢাকা মহানগর বিশেষ জজ আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করে দুদক।
মামলার ১৩ আসামি হলেন- রাজউকের সাবেক চেয়ারম্যান হুমায়ুন খাদেম ও প্রকৌশলী এম আজিজুল হক, সাবেক সদস্য (এস্টেট) লে. কর্নেল (অব.) এম নুরুল হক, সাবেক পরিচালক আবদুর রহমান ভূঁঞা, সাবেক উপপরিচালক (এস্টেট) মো. আজহারুল ইসলাম ও সাবেক তত্ত্বাবধায়ক মো. হাবিব উল্লাহ। এ ছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাবেক সহকারী সচিব আবদুস সোবহান, সাবেক শাখা সহকারী মো. মাহবুবুল হক এবং কক্সবাজারের রামুর বাসিন্দা মীর মোহাম্মদ হাসান ও তার ভাই মীর মো. নুরুল আফছারকে আসামি করা হয়েছে।
** সালাম মুর্শেদীর ২২ কোটি টাকা করফাঁকি, ব্যাংক হিসাব জব্দ
** সালাম মুর্শেদীর পরিবারের ব্যাংক হিসাবের তথ্য চায় দুদক

